মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় শীতার্ত ও অসহায় মানুষের কষ্ট লাঘবে বেসরকারি উন্নয়ন
সংস্থা খ্রিষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) এবং স্থানীয়
জনসংগঠন সিসিআরসি-এর উদ্যোগে ৭৫ জন মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৬ নং খাউলিয়া
ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিটুল বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা
অফিসের শিশু সুরক্ষা সমাজকর্মী ইমাম হাসান। এছাড়া বক্তৃতা করেন সিসিডিবি উপজেলা
সমন্বয়কারী সুব্রত মিস্ত্রী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিসিআরসি সভাপতি মোস্তাজাবুল হক। এ সময় অন্যান্যের মধ্যে
উপস্থিত ছিলেন সিসিডিবি প্রতিনিধিবৃন্দ ন্যান্সী বিশ্বাস, আবুল কালাম আজাদ, দিপু
হালদার ও কঙ্কন বৈরাগী। সিসিআরসির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আবুল
হোসেন এবং ক্যাশিয়ার সুফিয়া বেগম।
পশুরবুনিয়া ও সন্ন্যাসী সিসিআরসির আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির মাধ্যমে ৭৫জন
শীতার্ত ও অসহায় সুবিধাভোগীর মাঝে ১টি করে শীতবস্ত্র, ১টি করে গলবন্ধনীসহ টুপি-১,
হাত মোজা-১ জোড়া, পা মোজা-১, ভেসলি-১টি করে বিতরণ করা হয়। বক্তারা বলেন, বর্তমান
শীতপ্রবাহে দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব এবং ভবিষ্যতেও এ ধরনের
সামাজিক উদ্যোগ অব্যাহত থাকবে। উল্লেখ্য, সিসিডিবি দীর্ঘদিন ধরে জলবায়ু সহনশীল
জনগোষ্ঠী গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে
আসছে।