এম. পলাশ শরীফ, বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কবির হোসেন জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে বাগেরহাট জেলায় মাধ্যমিক স্তরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার বেলা ১১ টায় বিদ্যালয় মাঠে আয়েজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. শহিদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তৃতা করেন বিএনপি নেতা মাস্টার আ. সোবাহান হাওলাদার, জামায়াত নেতা অধ্যক্ষ মাওলানা আ. সালাম খান, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির উপজেলা সাধারণ সম্পাদক মাস্টার মো. লুৎফর রহমান।
বক্তৃতা করেন সংবর্ধিত জেলা শ্রেষ্ট প্রধান শিক্ষক মো. কবির হোসেন। শিক্ষক মো. এনামুল কবিরের পরিচালনায় বক্তৃতা করেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সমাজ সেবক মো. আমিনুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে শুরুতে এলাকাবাসী, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষ থেকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মো. কবির হোসেনকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করাসহ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
উল্লেখ্য, মোরেলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কবির হোসেন জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) বাগেরহাট জেলা পর্যায় মাধ্যমিক স্তরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হন। এর পূর্বে গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) তিনি মোরেলগঞ্জ উপজেলা পর্যায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন।