স্পোর্টস: অসুস্থতার সঙ্গে দীর্ঘ লড়াইয়ে আর পেরে উঠলেন না রোকো কমিসো। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ফিওরেন্তিনার প্রেসিডেন্ট। ৭৬ বছর বয়সে পৃথিবীর মায়া ছাড়েন কামিসো। ক্লাব প্রধানের মৃত্যুর খবর শনিবার নিশ্চিত করে ফিওরেন্তিনা। কমিসোর মৃত্যুর কারণ অবশ্য খোলাসা করেনি ইতালিয়ান ক্লাবটি।
ইতালির কালাব্রিয়ায় জন্মগ্রহণ করেন কমিসো। ১২ বছর বয়সে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। ক্যাবল টিভি খাতের অভিজ্ঞ ব্যবসায়ীদের একজন ছিলেন তিনি। ১৯৯৫ সালে ক্যাবল সেবা সরবরাহকারী মিডিয়াকম প্রতিষ্ঠা করেন কমিসো। ২০১৯ সালে ইতালির ফুটবল ক্লাব ফিওরেন্তিনা কিনে নেন কমিসো।