সর্বশেষ :
কপিলমুনিতে অদক্ষ বাইক মেকানিকের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাইকাররা। প্রশাসনের হস্তক্ষেপ কামনা। ওসমানী হাসপাতালে হামলা, ইন্টার্নদের কর্মবিরতি উত্তরায় অগ্নকিান্ডে মৃত্যু: স্বামী-স্ত্রী ও সন্তানরে একই সঙ্গে দাফন স্বজনহারা পরিবারের পাশে সবসময় থাকবে বিএনপি: তারেক রহমান শোকজের জবাব মামুনুল বললেন ‘অপসাংবাদিকতার স্বীকার’ সৌদিতে মিলল ২ লাখ ২১ হাজার কেজির বেশি স্বর্ণ! ইরান ও ইসরায়েলের নেতাদের সঙ্গে পুতিনের ফোনালাপ পশ্চিমবঙ্গের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘিরে বিক্ষোভ গাজায় ধ্বংসস্তূপ অপসারণে সাত বছরেরও বেশি সময় লাগতে পারে : জাতিসংঘ দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টকে পাঁচ বছরের কারাদণ্ড
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সোহানের বদলে রংপুরের নতুন অধিনায়ক হলেন লিটন

প্রতিনিধি: / ২ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

খেলাধুলা:বেশ সমৃদ্ধ স্কোয়াড নিয়েও চলমান বিপিএলে এখনও প্লে-অফ নিশ্চিত করতে পারেনি রংপুর রাইডার্স। তবে লিগপর্বের বাকি দুই ম্যাচের মধ্যে তাদের একটি জিতলেই চলবে। এরই মাঝে অধিনায়কত্বে পরিবর্তন আনল রংপুর। লম্বা সময় ধরে ফ্র্যাঞ্চাইজিটির আর্মব্যান্ড পরা নুরুল হাসান সোহানের বদলে নতুন অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে। বিপিএলের বাকি অংশে রংপুর রাইডার্সকে নেতৃত্ব দেবেন জাতীয় দলের এই অধিনায়ক। এর আগে ভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা থাকলেও, প্রথমবার রংপুরের দায়িত্ব পেলেন লিটন। চলতি বিপিএলে দেশীয় ক্রিকেটারদের মধ্যে তিনি এখন পর্যন্ত রংপুরের জার্সিতে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন। যদিও গড়টা সুখকর নয়, ৮ ম্যাচে ২০.২৫ গড় এবং ১৩৫ স্ট্রাইকরেটে ১৬২ রান করেছেন লিটন। অন্যদিকে, ৬ ইনিংসে ৩৩ বল খেলে ৩০ রান করেছেন সোহান। এজন্য তিনি বেশ সমালোচিতও হচ্ছেন। নিজের ব্যাটিংয়ে মনযোগ দিতেই অধিনায়কত্ব ছাড়ার কথা জানিয়েছেন নুরুল হাসান সোহান। লিটনের কাঁধে নেতৃত্বভার দেওয়া নিয়ে তিনি বলেন, ‘এই মুহূর্তে বিশ্বকাপের কথা মাথায় নেই, যেহেতু একটা ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলছি। এখানেই আমার পূর্ণ নিবেদন থাকবে। তারা যখন নিজে থেকে চেয়েছে, একজন খেলোয়াড় হিসেবে এটা (অধিনায়কত্ব) নেওয়া আমার দায়িত্ব। আমার মনে হয় আমি সঠিক সিদ্ধান্তই নিয়েছি।’ আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়কত্বের অভিজ্ঞতা থাকা লিটন জানান, ‘আমার কাছে মনে হয় না খুব একটা চ্যালেঞ্জিং। আপনি যদি দেখেন এই মুহূর্তে একটা ম্যাচ জিতলেও আমরা সুপার ফোরে (প্লে অফ) কোয়ালিফাই করব। এটা আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এরপর ম্যাচ বাই ম্যাচ এগোলে ফাইনালে যেতে পারব। এমন না যে আমি যখন দায়িত্ব নিয়েছি যেখান থেকে ফেরার সুযোগ নেই! এখনও অনেক অপশন আছে আমরা ভালো ক্রিকেট খেলতে পারলে সুযোগ আসবেই।’ সোহান নিজ থেকেই অধিনায়কত্ব নেওয়ার কথা বলেছেন বলেও উল্লেখ করেন লিটন, ‘সে আমাকে নিজে থেকেই এটি (অধিনায়কত্ব) হ্যান্ডওভার করেছে।’


এই বিভাগের আরো খবর