শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বাগেরহাটে আগামী সংসদ নির্বাচনে গনভোটে হ্যাঁ ভোট দেয়ার আহবান জানিয়েছেন জামায়েত ইসলামের প্রার্থী

প্রতিনিধি: / ৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

বাগেরহাট প্রতিনিধি ঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট–২ আসনের মনোনীত প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাদ।
বৃহস্পতিবার (১৫জানুয়ারি) দুপুরে সদর উপজেলার  তার নির্বাচনী এলাকায় অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় শেখ মঞ্জুরুল হক রাহাদ বলেন, জুলাইয়ের চেতনা ধারণ করে দেশকে স্বৈরাচারমুক্ত রাখতে হলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। গণতন্ত্র, ন্যায়বিচার ও জবাব দিহিমূলক রাষ্ট্র গঠনে এই গণভোট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদানের পাশাপাশি জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার লক্ষ্যে গণভোটের আয়োজন করা হয়েছে। এটি দেশের ভবিষ্যৎ রাজনীতির জন্য একটি ঐতিহাসিক সুযোগ#


এই বিভাগের আরো খবর