বিদেশ : ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে দেশটির সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরির একটি মাউন্ট সেমেরুতে আবারও অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। গতকাল বুধবার ভোরের দিকে এ ঘটনার পর পর্বতের চূড়া থেকে আকাশে ১৬০০ মিটার পর্যন্ত ছাই ছড়িয়ে পড়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে রাষ্ট্র পরিচালিত আন্তারা নিউজ জানিয়েছে, সবশেষ খবর পাওয়া পর্যন্ত অগ্ন্যুৎপাত চলছিল। তবে হতাহত বা অবকাঠামোর ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। প্রতিবেদন অনুসারে, এ ঘটনার পর মাউন্ট মারাপি এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। তিন কিলোমিটারের মধ্যে জনসাধারণ, পর্যটক ও দর্শনার্থীদের কার্যকলাপ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এটি ইন্দোনেশিয়ার প্রায় ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরির মধ্যে একটি- প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারে অবস্থিত। প্রসঙ্গত, ইন্দোনেশিয়া ঘন ঘন ভূমিকম্পের সম্মুখীন হয়। দেশটি ১২০টিরও বেশি সক্রিয় আগ্নেয়গিরির আবাসস্থল।