বাগেরহাট প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী,
সিলভার লাইন গ্রæপের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিমের
চিতলমারী নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারী) দুপুরে থানা রোডে এ নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে অফিসটি উদ্বোধন করেন এম এ এইচ সেলিমের জ্যেষ্ঠ পুত্র
ও সিলভার লাইন গ্রæপের এমডি মেহেদী হাসান প্রিন্স।
এ সময় তিনি তাঁর পিতার জন্য দোয়া কামনা করে বলেন, ‘বাগেরহাটের উন্নয়নে
বিগত দিনে আমার পিতা যেমন আপনাদের জন্য নিরলস ভাবে কাজ করেছেন, আগামীতেও
তিনি আপনাদের পাশে থেকে জেলার উন্নয়ন করতে চান। আপনাদের সাথে নিয়ে
দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত এ জেলাকে একটি সমৃদ্ধশালী জেলা হিসেবে গড়ে
তুলতে চান। এলাকার কৃষি ও মৎস্য খাতের উন্নয়ন, শিক্ষার মানোন্নয়নসহ
বেকারদের জন্য কর্মসংস্থান তথা জেলার সার্বিক উন্নয়নে তিনি কাজ করতে
আগ্রহী। তাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী
হিসেবে নির্বাচনে অংশ গ্রহন করবেন। আমি বাবার জন্য আপনাদের কাছে দোয়া ও
সমর্থন কামনা করছি।’
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোহাট মসজিদের ইমাম ও খতিব মুফতি
ইকবাল হোসেন। চিতলমারী উপজেলা ছাত্র দলের সাবেক আহŸায়ক মোস্তমাসুদ
তালুকদারের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট
রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টুটুল, জেলা
যুবদলের সাবেক সভাপতি মেহেবুল হক কিশোর, এ্যাডভোকেট অমিতাভ বড়াল বাপ্পী,
বিবেকান্দ গবেষণা কেন্দ্রের বাংলাদেশ চ্যাপ্টারের সাধারণ সম্পাদক
নরেন্দ্রনাথ মজুমদার, চিতলমারী উপজেলার প্রবীণ রাজনীতিবীদ আব্দুস সালাম
বিশ্বাস, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল বিশ্বাস ও
সন্তোষপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিবেকানন্দ সমাদ্দার।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার ও বিভিন্ন বয়সের পাঁচ শতাধিক
নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।