বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

শিশুর অশ্লীল ছবি মোবাইলে তুললেই জানবে সিআইডি

প্রতিনিধি: / ১ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

সিআইডি’র প্রধান মো. ছিবগাত উল্লাহ মঙ্গলবার সকালে রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরে জানিয়েছেন, কোনো শিশুর অশ্লীল বা যৌন নির্যাতনের ছবি মোবাইলে ধারণ হলেই তাৎক্ষণিকভাবে সেই তথ্য সিআইডির কাছে পৌঁছে যাবে। 

তিনি এ বিষয় তুলে ধরে বলেন, প্রথম তিন ঘণ্টাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরে নিয়ে কাজ করবে আইনশৃঙ্খলা বাহিনী। এই সময়ের মধ্যেই শিশুকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানো হবে। শিশু অপরাধ দমনেও কার্যকর ভূমিকা রাখবে এই ব্যবস্থা। শিশু সুরক্ষায় শুধু পুলিশ নয়, সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। সমন্বিত উদ্যোগেই অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব বলে প্রত্যাশা তার।

অনুষ্ঠানে নিখোঁজ শিশুদের দ্রুত উদ্ধারে সিআইডি ও অ্যাম্বার এলার্ট ফর বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে চালু করা হয় ‘মুন অ্যালার্ট’। এ উদ্যোগের সঙ্গে যুক্ত করা হয়েছে টোল-ফ্রি হেল্পলাইন ১৩২১৯।

সিআইডি জানায়, কোনো শিশু নিখোঁজ হলে মুন অ্যালার্টের মাধ্যমে শিশুটির তথ্য দ্রুত ছড়িয়ে দেয়া হবে পুলিশ স্টেশন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টুইটার, এটিএম বুথ, মেট্রোরেলসহ সারা দেশের গুরুত্বপূর্ণ সব প্ল্যাটফর্মে।


এই বিভাগের আরো খবর