বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন ভেঙে পড়ে নিহত ২২

প্রতিনিধি: / ১৭ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

থাইল্যান্ডে ভয়াবহ এক দুর্ঘটনায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ওপর নির্মাণাধীন একটি বিশাল ক্রেন ভেঙে পড়ে অন্তত ২২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় বহু যাত্রী আহত হয়েছেন এবং ধ্বংসস্তূপে আরও লোক আটকে থাকার আশঙ্কায় উদ্ধার অভিযান চলছে।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে রাজধানী ব্যাংককের উত্তর-পূর্বাঞ্চলের নাখন রাতচাসিমা প্রদেশের সিখিও জেলার বান থানন খোট এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ব্যাংকক থেকে উবন রাতচাথানি প্রদেশগামী ট্রেনটির একটি বগির ওপর হঠাৎ করে ক্রেনটি ভেঙে পড়ে। এতে ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয় এবং কিছু সময়ের জন্য আগুন ধরে যায়।

বিবিসি জানিয়েছে, দুর্ঘটনার পর ট্রেনের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে পুলিশ ও জরুরি সেবাকর্মীরা দ্রুত কাজ শুরু করেন। এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে ২২টি মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

রয়টার্স বলছে, দুর্ঘটনাকবলিত ক্রেনটি লাওস সীমান্ত থেকে ব্যাংকক পর্যন্ত উচ্চগতির রেললাইন নির্মাণ প্রকল্পে ব্যবহৃত হচ্ছিল। ক্রেনটি ভেঙে পড়ার পর ট্রেনের বাকি অংশ লাইনচ্যুত হয়ে আগুন ধরে যায়, যা হতাহতের সংখ্যা বাড়িয়ে দেয়।

নাখন রাতচাসিমার পুলিশ সুপার থাচাপোন চিন্নাওং বার্তা সংস্থা এএফপিকে বলেন, “দুর্ঘটনায় অন্তত ২২ জন নিহত হয়েছেন এবং ৩০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।” তিনি জানান, উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত হতাহতের চূড়ান্ত সংখ্যা নিশ্চিত করা সম্ভব নয়।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ট্রেনটিতে আসন বিন্যাস অনুযায়ী ১৯৫ জন যাত্রী থাকার কথা ছিল। দুর্ঘটনার সময় প্রকৃতপক্ষে কতজন যাত্রী ছিলেন, তা যাচাই করছে রেলওয়ে কর্তৃপক্ষ। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর থাইল্যান্ডের পরিবহন মন্ত্রণালয় ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে। নির্মাণকাজে নিরাপত্তা মানদণ্ড যথাযথভাবে মানা হয়েছিল কি না এবং ক্রেন ভেঙে পড়ার কারণ কী, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ


এই বিভাগের আরো খবর