বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

দর্শকশূন্য মাঠে অনুষ্ঠিত হবে নারী আইপিএল

প্রতিনিধি: / ২৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

গত শুক্রবার পর্দা উঠেছে নারী প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল)। নারী আইপিএল খ্যাত ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দুটি ম্যাচ হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। মূলত নিরাপত্তা শঙ্কায় এই দুই ম্যাচে গ্যালারিতে দর্শক না রাখার সিদ্ধান্ত নিয়েছে লিগ কতৃপক্ষ। আগামীকাল বৃহস্পতিবার বৃহন্মুম্বই পুরসভার (বিএমসি) নির্বাচন। ফলে নির্বাচনের আগের দিন অর্থাৎ আজ বুধবার ও নির্বাচনের দিন আগামীকাল বৃহস্পতিবার মুম্বাইয়ে নারী আইপিএলের খেলায় ফাঁকা থাকবে স্টেডিয়াম। আজ দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে খেলবে ইউপি ওয়ারিয়র্স। আগামীকালও খেলা আছে ইউপি ওয়ারিয়র্সের, এদিন তাদের প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স। এই দুই দিন ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ম্যাচ দেখতে যেতে পারবেন না কোনো দর্শক। মূলত নির্বাচনের কারণে স্টেডিয়ামে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা সম্ভব হবে না। ফলে নিরাপত্তার কথা মাথায় রেখে ওই দুই দিন দর্শকশূন্য মাঠে খেলা আয়োজন করছে। পুলিশের কাছ থেকে নিরাপত্তা শঙ্কার কথা বিসিসিআইকে জানানোর পরই এমন সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।


এই বিভাগের আরো খবর