জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এ বাগেরহাট জেলা পর্যায়ের শ্রেষ্ঠ রোভার নোতা নির্বাচিত হয়েছেন সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক, বাগেরহাট জেলা রোভারের সম্পাদক, সিএলটি সম্পন্নকারী মোঃ জাকির হোসেন রিয়াজ, এএলটি। ইতিপূর্বে তিনি বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ রোভার নেতা নির্বাচিত হয়েছিলেন। তিনি ইতিমধ্যে বাংলাদেশ স্কাউটস এর ন্যাশনাল অ্যাওয়ার্ড, মেডেল-অব-মেরিট, বার টু দ্যা মেডেল-অব-মেরিট, সিএনসি অ্যাওয়ার্ড অর্জন করেছেন।