মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ভারতে খেলতে ফের আইসিসির আহ্বান, অনড় বিসিবি

প্রতিনিধি: / ০ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে । বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে বিসিবি। তবে সূচি ইতোমধ্যে চূড়ান্ত হওয়ায় নিজেদের অবস্থান পুনর্বিবেচনার জন্য বাংলাদেশের প্রতি অনুরোধ জানিয়েছে আইসিসি।

আইসিসির সঙ্গে অনুষ্ঠিত ভার্চুয়াল সভা শেষে আজ (১৩ জানুয়ারি) দুপুরে এক বিবৃতিতে এসব তথ্য জানায় বিসিবি।

বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় আসন্ন বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে বোর্ড অনড় রয়েছে। একই সঙ্গে আইসিসির কাছে বিকল্প ভেন্যু নির্ধারণের অনুরোধ পুনরায় জানানো হয়েছে।

বিসিবি জানায়, আগেও তারা বিশ্বকাপের ম্যাচগুলো নিরপেক্ষ বা তৃতীয় কোনো দেশে আয়োজনের প্রস্তাব দিয়েছিল। সর্বশেষ বৈঠকেও সেই অবস্থান পুনর্ব্যক্ত করা হয়েছে।

অন্যদিকে আইসিসি জানিয়েছে, টুর্নামেন্টের সূচি ও ভেন্যু অনেক আগেই চূড়ান্ত হওয়ায় বড় ধরনের পরিবর্তন জটিল। এ কারণে তারা বাংলাদেশের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। তবে বিষয়টি নিয়ে আলোচনা এখনো চলমান রয়েছে।


এই বিভাগের আরো খবর