বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সুন্দরবন থেকে ১০০ কেজি হরিণের মাংস ও ৪ হাজার মিটার ফাঁদ জব্দ

প্রতিনিধি: / ৩৬ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

বাগেরহাট প্রতিনিধিঃ  সুন্দরবনের কাগাদোবেকী এলাকায় অভিযান চালিয়ে ১০০ কেজি হরিণের মাংস ও প্রায় ৪ হাজার মিটার হরিণ শিকারের ফাঁদ জব্দ করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে কোস্ট গার্ড পশ্চিম জোন (মোংলা) এর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ মুনতাসীর ইবনে মহসিন এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১২ জানুয়ারি) বিকেলে কোস্ট গার্ডের একটি দল সুন্দরবনের ঘোলের খাল সংলগ্ন কাগাদোবেকী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ওই এলাকা থেকে বিপুল পরিমাণ হরিণের মাংস ও শিকারের কাজে ব্যবহৃত ফাঁদ উদ্ধার করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারীরা পালিয়ে যাওয়ায় এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত হরিণের মাংস ও ফাঁদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাগাদোবেকী ফরেস্ট টহল ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে কোস্ট গার্ডের ওই কর্মকর্তা আরও বলেন, সুন্দরবনে বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে


এই বিভাগের আরো খবর