বিদেশ : সিরিয়ায় কয়েকদিন ধরে চলা প্রাণঘাতী সংঘর্ষের পর যুদ্ধবিরতি চুক্তির আওতায় কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) শেষ দলটিও আলেপ্পো শহর ছেড়ে গেছে। আলেপ্পোর গভর্নর আজ্জাম আল-গারিব গতকাল রোববার ভোরে জানান, সরকারি বাহিনীর সমন্বয়ে এসডিএফ যোদ্ধাদের বাসযোগে রাতের আঁধারে শহর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তিনি বলেন, এখন আলেপ্পো পুরোপুরি এসডিএফ যোদ্ধামুক্ত। এসডিএফের কমান্ডার মাজলুম আবদি (মাজলুম কোবানি নামেও পরিচিত) সামাজিক যোগাযোগমাধ্যম এঙ্ েদেওয়া বার্তায় জানান, আন্তর্জাতিক মধ্যস্থতায় একটি সমঝোতায় পৌঁছানো হয়েছে, যার ফলে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এবং সাধারণ মানুষ ও যোদ্ধাদের নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। মাজলুম আবদি আরও বলেন, আমরা এমন একটি সমঝোতায় পৌঁছেছি, যা যুদ্ধবিরতি নিশ্চিত করেছে এবং আশরাফিয়েহ ও শেখ মাকসুদ এলাকা থেকে নিহত, আহত, আটকে পড়া বেসামরিক মানুষ ও যোদ্ধাদের উত্তর ও পূর্ব সিরিয়ায় নিরাপদে সরিয়ে নেওয়ার পথ তৈরি করেছে। এসডিএফের এই কমান্ডার মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানান, যেন তারা প্রতিশ্রুতি অনুযায়ী লঙ্ঘন বন্ধ করে বাস্তুচ্যুতদের নিজ নিজ ঘরে নিরাপদে ফিরিয়ে আনার ব্যবস্থা করেন। এই পরিস্থিতির সৃষ্টি হয়, যখন এসডিএফকে সেনাবাহিনীতে একীভূত করার আলোচনা ভেঙে পড়ে। এরপর আলেপ্পোর কুর্দি অধ্যুষিত শেখ মাকসুদ এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরে সিরীয় সেনাবাহিনী ওই এলাকা নিয়ন্ত্রণে নেয়। এই সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হন এবং দেড় লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।