কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং সীমান্তের নাফ নদীতে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণে এক যুবকের বাম পা বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত হয়েছেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত হানিফ (২৮) একই এলাকার ফজল করিমের পুত্র। তিনি ওই মাছের প্রজেক্টের কর্মচারী।
উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল তেচ্ছিব্রীজের নাফ নদী সংলগ্ন প্রজেক্টে কাজ করতে গিয়ে সোমবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনা সূত্রে জানা যায়, সকাল ১০টায় নাফ নদীর তেচ্ছিব্রীজ সংলগ্ন এলাকায় কর্মরত প্রজেক্টের নৌকাটি সেখানে আছে কিনা দেখতে গেলে হঠাৎ পুঁতে রাখা মাইনের বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুতুপালং এমএসএফ হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। তবে, তার অবস্থা সঙ্কটাপন্ন রয়েছে।
এ বিষয়ে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (এসআই) খোকন কান্তি রুদ্র জানান, সীমান্তে এক যুবক মাইন বিস্ফোরণে আহত হওয়ার খবর পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, স্থানীয়রা নাফ নদী ও আশপাশের এলাকায় আরও অবিস্ফোরিত মাইন থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। দ্রুত নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন তারা।
এদিকে গতকাল রোববার মিয়ানমার থেকে ছোড়া গুলিতে ওই এলাকায় হূজাইফা সূলতানা আফনান (৯) নামে এক স্কুল ছাত্রী আহত হওয়ার ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এসব ঘটনার পর থেকে সীমান্তবর্তী এলাকায় আতঙ্ক বিরাজ করছে।