ফকিরহাট উপজেলা যুবদলের আনন্দ মিছিল: কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন ও নবনিযুক্ত ভারপ্রাপ্ত আহ্বায়ককে বরণ
প্রতিনিধি:
/ ৩
দেখেছেন:
পাবলিশ:
রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
শেয়ার করুন
1-4608x3466-1-0#
ফকিরহাট প্রতিনিধিঃ-ফকিরহাট উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে মোল্লা রাজু আহমেদ (রাজু)-কে দায়িত্ব প্রদান করায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা যুবদল। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন-কে এই সিদ্ধান্তের জন্য অভিনন্দন জানিয়ে এ কর্মসূচি পালন করা হয়।
শনিবার (১০ জানুয়ারি) বিকেল ৪টা ৩০ মিনিটে ফকিরহাটের রেণু মার্কেট এলাকা থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি ফকিরহাট বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলো মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মুশফিকুরজ্জামান রিপন, উপজেলা যুবদলের সদস্য সচিব লায়ন শেখ দেলোয়ার হোসেন, সাবেক ছাত্রনেতা আলিমুল রাজু এবং ফকিরহাট উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এ পলাশ। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন যুবদলের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, মোল্লা রাজু আহমেদকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব প্রদান করায় ফকিরহাট উপজেলা যুবদল আরও সুসংগঠিত হবে। কেন্দ্রীয় নেতৃবৃন্দের এই সঠিক সিদ্ধান্তের ফলে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। আগামী দিনে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং রাজপথের সকল আন্দোলন-সংগ্রামে রাজু আহমেদের নেতৃত্বে যুবদল ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।