সর্বশেষ :
ফিলিপাইনে আবর্জনার স্তূপ ধসে মৃতের সংখ্যা বেড়ে ৪ ইন্টারনেট বন্ধের আড়ালে ইরানে হত্যাযজ্ঞের শঙ্কা নোবেলজয়ী শিরিন এবাদির দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ফের ড্রোন অনুপ্রবেশের অভিযোগ উত্তর কোরিয়ার গ্রিনল্যান্ড ইস্যুতে ন্যাটোভুক্ত দেশগুলোর মধ্যে যুদ্ধের শঙ্কা মহড়ার জন্য দক্ষিণ আফ্রিকায় চীন, রাশিয়া ও ইরানের যুদ্ধজাহাজ ‘আমরা আমেরিকান হতে চাই না’: গ্রিনল্যান্ডের রাজনৈতিক দলগুলোর স্পষ্ট বার্তা ২০২৫ সালে মসজিদে নববীতে কোরআনের হাফেজ হয়েছেন ৮,৩৩৫ শিক্ষার্থী ভয়াবহ দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া আগড়ঘাটায় নদী থেকে মরদেহ উদ্ধার উপকূলীয় পাইকগাছায় সিটিসিআরপি সড়কে বদলাচ্ছে যোগাযোগ ব্যবস্থা
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

শীতের দাপট পুরোপুরি কাটছে না

প্রতিনিধি: / ৮ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

শীতের দাপটের মধ্যে রাজধানী ঢাকায় দিনের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে চলমান শৈত্যপ্রবাহও পুরোপুরি কাটার সম্ভাবনা নেই। শনিবার (১০ জানুয়ারি) সকালে দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যার ফলে দিনের তাপমাত্রা সামান্য কমে শীতের অনুভূতি বাড়তে পারে।

শনিবার সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। একই দিনে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। আগের দিন শুক্রবার (৯ জানুয়ারি) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে রাজধানীর বাইরে শৈত্যপ্রবাহের প্রভাব এখনো স্পষ্ট। শনিবার দেশের ১৯ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলা ছাড়াও যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ায় মৃদু শৈত্যপ্রবাহ চলছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়া ও চুয়াডাঙ্গায়।

আবহাওয়ার সাম্প্রতিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, শৈত্যপ্রবাহের তীব্রতা কিছুটা কমলেও পুরোপুরি বিদায় নিচ্ছে না। বৃহস্পতিবার দেশের ২৪ জেলায় এবং শুক্রবার ২০ জেলায় শৈত্যপ্রবাহ ছিল। বুধবার নওগাঁর বদলগাছীতে ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়, যা চলতি শীত মৌসুমের সর্বনিম্ন।

তাপমাত্রার এই ওঠানামা নিয়ে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর বলেন, “আজ এবং আগামীকাল দেশের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে সোমবার থেকে আবার তাপমাত্রা কমতে শুরু করবে।” তিনি জানান, আগামী দুই দিন তাপমাত্রা বাড়লেও শৈত্যপ্রবাহ পুরোপুরি শেষ হবে না। তাপমাত্রা স্থায়ীভাবে বাড়ার সম্ভাবনা রয়েছে ২০ জানুয়ারির পর।

আবহাওয়া অধিদপ্তর বলছে, সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। তাপমাত্রা আরও কমলে মাঝারি ও তীব্র শৈত্যপ্রবাহের মাত্রায় পৌঁছে যায়। ফলে শীতের এই সময়টিতে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের পাশাপাশি রাজধানীতেও বাড়তি সতর্কতা প্রয়োজন।


এই বিভাগের আরো খবর