মেহেদী হাসান লিপন, মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা: বাগেরহাটের মোরেলগঞ্জে ফাতেমা হোসাইন ফাউন্ডেশনের উদ্যেগে ১০৯ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।
আজ শুক্রবার সকাল ১০টায় হোগলাপাশা ইউনিয়নের সম্মীলনী মাধ্যমিক শিক্ষা নিকেতন বিদ্যালয় মাঠে ফাতেমা হোসাইন ফাউন্ডেশনের আয়োজনে এ মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব ড. মোহাম্মদ মশিউর রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন চেয়ারম্যান স্বাধীনতা অধিকার আন্দোলন সংগঠনের ড. কাজী মনিরুজ্জামান মনির, ফাতেমা হোসাইন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ ফারুক হাওলাদার। ফাতেমা হোসাইন ফাউন্ডেশনের উদ্যেগে এ বছরে অত্র এলাকার রামচন্দ্রপুর, বনগ্রাম ও হোগলাপাশার ৩টি ইউনিয়নের ৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ও ২টি মাদ্রাসার ১০৯ জন মেধাবী শিক্ষার্থীরা এ বৃত্তি প্রদান অনুষ্ঠানে অংশ গ্রহন করে প্রতিযোগীতামূলক পথম স্থান অধিকারী শিক্ষার্থী আব্দুল্লাহ আল সাকীব কে ৮ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারী শিক্ষার্থী মারইয়ান ইকবাল কে ৭ হাজার ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীকে ৬ হাজার টাকা সহ সনদপত্র ও পুরষ্কার প্রদান করা হয়। এবং ২০ জন শিক্ষার্থীকে জন প্রতি ৫ হাজার টাকা করে সনদ ও পুরষ্কার দেওয়া হয়। এছাড়াও অংশগ্রহনকারী বাকী ৮৬ জন শিক্ষার্থীকে সনদপত্র ও পুরষ্কার প্রদান করা হয়েছে।