কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি: কচুয়ায় বিএনপির নেত্রীবৃন্দের সংঙ্গে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সঙ্গে
উঠান বৈঠক অনুষ্ঠিত।
বৃহস্পতিবার বিকাল ৫টায় উপজেলার বাধাল ইউনিয়নের মসনী গ্রামে নারায়ন দাসের
বাড়িতে উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন,বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে
বিএনপির সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।
তিনি তার বক্তব্যে বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম
যার যার, অধিকার সবার। বিএনপি সবসময় সকল ধর্মের মানুষের সমান অধিকার ও
মর্যাদা নিশ্চিত করতে কাজ করে। বাগেরহাট-২ আসনের উন্নয়ন, নিরাপত্তা ও
সামাজিক সহাবস্থান রায় আমি আপনাদের পাশে থাকতে চাই।”
উপস্থিত স্থানীয়রা তাদের এলাকার রাস্তা, বাজার ব্যবস্থাপনা, ধর্মীয়
প্রতিষ্ঠানের উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন।
ব্যারিস্টার মোহাম্মদ শেখ জাকির হোসেন মনোযোগ দিয়ে সবার কথা শোনেন এবং
সমস্যাগুলো সমাধানে কাজ করার আশ্বাস দেন।
বৈঠকে উপস্থিত ছিলেন, পাবলিক প্রসিকিউটর, দুর্নীতি দমন কমিশন এ্যাড.
নজরুল ইসলাম কাজল, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ, মসনী
মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার দাস, প্রাক্তন সহকারী
শিক্ষক কালিপদ দাস, মসনী রাধা গোবিন্দ মন্দিরের সাধারন সম্পাদক হৃষিকেষ
দাস, বাধাল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোঃ সাইফুল শেখ, ইউপি সদস্য
নিলয় দাস, বনলতা দাস সহ হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ,প্রবীণ, তরুনসহ
বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সবশেষে দেশ ও এলাকার কল্যাণ কামনায় শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে বৈঠক সমাপ্ত হয়।#