বাগেরহাট প্রতিনিধিঃ মোংলায় ট্রেনে কাটা পড়ে নয়মী বিশ্বাস (২৫) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে মোংলা উপজেলার দিগরাজ এলাকার বিদ্যারবাহন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নয়মী বিশ্বাস মোংলা পৌর শহরের রিগনপাড়া এলাকার দিনেশ বিশ্বাসের মেয়ে।
মোংলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, শুক্রবার বেনাপোল থেকে ছেড়ে আসা মোংলাগামী ‘মোংলা কমিউটার’ ট্রেনটি দিগরাজের বিদ্যারবাহন এলাকায় পৌঁছালে নয়মী বিশ্বাস ট্রেনের নিচে কাটা পড়েন। এতে তার শরীর খণ্ডিত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
তিনি আরও বলেন, ঘটনাটি দুর্ঘটনা না আত্মহত্যা—তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং এ ঘটনায় রেলওয়ে পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে।
এ বিষয়ে মোংলা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই নুর আলম গাজী বলেন, নিহত নারী মোংলা পৌরসভার রিগনপাড়া এলাকার বাসিন্দা। বিদ্যারবাহন এলাকা তুলনামূলকভাবে নির্জন এবং সেখানে তার কোনো আত্মীয়-স্বজন বসবাস করেন না। তিনি কেন একাকী ওই এলাকায় গিয়েছিলেন—সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নিহতের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে এবং তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।