বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে তীব্র শীতের প্রকোপে অসহায় ও দুস্থ মানুষের কষ্ট লাঘবে
শীতবস্ত্র বিতরণ করেছে বাঁধন মানব উন্নয়ন সংস্থা। জেলা প্রশাসনের
সহযোগিতায় বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে বাগেরহাট শহরের দশানী এলাকায়
অবস্থিত বাঁধনের কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এএসএম মন্জুরুল
হাসান মিলনের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শহর
সমাজসেবা কর্মকর্তা এসএম নাজমুছ সাকিব। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন,
সমাজের বিত্তবান ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এগিয়ে এলে শীতার্ত মানুষের
কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব। মানবিক কার্যক্রমে বাঁধনের এ উদ্যোগ
প্রশংসার দাবি রাখে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁধন মানব উন্নয়ন সংস্থার
সভাপতি খন্দকার জাহিদ হোসেন (মিন্টু)। এছাড়া উপস্থিত ছিলেন সংস্থার
নির্বাহী সদস্য শেখ মোঃ হাফিজুর রহমান, প্রকল্প সমন্বয়কারী সোহাগ
হাওলাদার, প্রজেক্ট অফিসার সানি জোবায়ের, হিসাব রক্ষক ফাতেমা খাতুন, যুব
সদস্য মাহফুজ মাঝি, সুমিত ভট্টাচার্য, শেখ ইমরান, সাজ্জাদুল ইসলাম রাকিব,
সলিল ঠাকুরসহ সংগঠনের অন্যান্য কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকরা।
অনুষ্ঠান শেষে বাগেরহাট জেলার বিভিন্ন এলাকার শতাধিক অসহায় ও দরিদ্র
মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা বাঁধন মানব
উন্নয়ন সংস্থা ও জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।