মোরেলগঞ্জ প্রতিবেদক: প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত
কামনায় বাগেরহাটের মোরেলগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে বাগেরহাট-৪, (মোরেলগঞ্জ-
শরণখোলা) আসনের দলের মনোনীত প্রার্থী সোমনাথ দে বলেছেন, ষড়যন্ত্রকারিরা ষড়যন্ত্র করে দলের
মধ্যে কোন প্রকার অনৈক্য সৃষ্টি করতে না পারে। সে দিকে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামির বাংলাদেশ গড়ার লক্ষে সকলে ঐক্যবদ্ধভাবে ধানের
শীষের বিজয়ের জন্য কাজ করতে হবে।
বুধবার বেলা ১১টায় সেরেস্তাদারবাড়ি প্রাঙ্গনে উপজেলা বিএনপির আয়োজনে এ দোয়া
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন এ আসনের বিএনপির মনোনীত প্রার্থী
সোমনাথ দে। উপজেলা বিএনপির সভাপতি মো. শহিদুল হক বাবুলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে
উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. মেহেদী হাসান ইয়াদ, পৌর
বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাবেক সভাপতি আব্দুল মজিদ জব্বার, পৌর
বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, বিএনপি নেতা গিয়াস উদ্দিন তালুকদার,
উপজেলা যুবদলের সদস্য সচিব বিএম রেজাউল করিম সোহাগ, উপজেলা শ্রমীক দলের সভাপতি
মো. মজনু মোল্লা সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
বাগেরহাট-৪, আসনে মনোনীত প্রার্থী প্রধান অতিথি সোমনাথ দে আরও বলেন, বিগত ১৭
বছর মামলা হামলা স্বিকার হয়ে দলের ত্যাগী নেতাকর্মীরা অনেক কষ্টের স্বিকার হয়েছেন। এ
ত্যাগের সফলতা পেতে হলে ধানের শীষ প্রতিককে বিজয় অর্জন করতে হবে। দল ভালো থাকলে আপনি
আমি সকলে ভালো থাকবো। দেশের উন্নয়নের স্বার্থে তারেক রহমানের নেতৃত্বে আগামির
বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
সভা শেষে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারর্সন