সর্বশেষ :
মোংলায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা অর্থদন্ড; মোরেলগঞ্জে কৃষি জমিতে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন কচুয়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত কচুয়ায় বিএনপির নেত্রীবৃন্দের স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সঙ্গে উঠান বৈঠক মোরেলগঞ্জে ১০৯ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান বাগেরহাট জেলা যুবদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বাগেরহাটে  মহিলা দলের দোয়া মাহফিল এআই দিয়ে সরানো যায় আসল ছবির পোশাক, সমালোচনার মুখে ইলন মাস্ক এবার পাকিস্তানের যুদ্ধবিমান কিনতে চায় সৌদি আরব রাশিয়ার তেলবাহী জাহাজ জব্দ করলো যুক্তরাষ্ট্র, কী করবেন পুতিন?
শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জকসুতে নিরঙ্কুশ জয় শিবির সমর্থিত প্যানেলের

প্রতিনিধি: / ৫ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

দীর্ঘ প্রায় চার দশক পর অনুষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল। সহ সভাপতি, সাধারণ সম্পাদক ও সহ সাধারণ সম্পাদকসহ সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি পদেই বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন শিবির সমর্থিত প্রার্থীরা। বুধবার (৭ জানুয়ারি) দিবাগত গভীর রাতে সব কেন্দ্রের ফলাফল একত্র করে নির্বাচন কমিশন এই চূড়ান্ত ফল ঘোষণা করে।

ঘোষিত ফল অনুযায়ী, সহ সভাপতি (ভিপি) পদে শিবির সমর্থিত প্রার্থী মো. রিয়াজুল ইসলাম পেয়েছেন ৫ হাজার ৫৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের একেএম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট। ফলে ৮৭৬ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন রিয়াজুল ইসলাম।

সাধারণ সম্পাদক (জিএস) পদে সবচেয়ে বড় ব্যবধানে জয় পেয়েছে শিবির। এ পদে আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৫ হাজার ৪৭০ ভোট। বিপরীতে ছাত্রদল সমর্থিত প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ২ হাজার ২০৩ ভোট। দুই প্রার্থীর ব্যবধান দাঁড়ায় ৩ হাজার ২৬৭ ভোটে। সহ সাধারণ সম্পাদক (এজিএস) পদেও এগিয়ে থাকেন শিবিরের মাসুদ রানা। তিনি পেয়েছেন ৫ হাজার ২ ভোট, আর তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের বি এম আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৩ হাজার ৯৪৪ ভোট।

এর আগে মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১৬ হাজার ৬৪৫ জন ভোটারের মধ্যে কেন্দ্রীয় সংসদে প্রায় ৬৫ শতাংশ এবং হল সংসদে প্রায় ৭৫ শতাংশ ভোট পড়ে। ভোট গণনার সময় কারিগরি ত্রুটির কারণে কয়েক ঘণ্টা বিরতি তৈরি হলেও পরে পুনরায় গণনা শেষে রাতে চূড়ান্ত ফল ঘোষণা করা হয়।

দীর্ঘ ৩৮ বছর পর জকসু নির্বাচন হওয়ায় পুরো ক্যাম্পাসজুড়ে ছিল আলাদা উচ্ছ্বাস। শিক্ষার্থীরা বলছেন, এই নির্বাচন বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করেছে। বিশ্লেষকদের মতে, শিবির সমর্থিত প্যানেলের এই নিরঙ্কুশ জয় জকসুতে তাদের প্রভাব ও সংখ্যাগরিষ্ঠতা স্পষ্টভাবে তুলে ধরেছে।


এই বিভাগের আরো খবর