সর্বশেষ :
বাগেরহাটে বাঁধনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ মোরেলগঞ্জে বিএনপির দোয়া অনুষ্ঠানে সোমনাথ দে ষড়যন্ত্রকারিরা দলের মধ্যে যেনো অনৈক্য সৃষ্টি করতে না পারে মোরেলগঞ্জে কেন্দ্রীয় তাঁতীদল নেতা কাজী মনিরের শীতবস্ত্র বিতরণ ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর ইরানে সরকারবিরোধী আন্দোলনে নিহত ৩৬: মানবাধিকার সংস্থা মধ্যবর্তী নির্বাচনে না জিতলে অভিশংসনের মুখে পড়বো: রিপাবলিকানদের ট্রাম্প তুষারপাতের কারণে প্যারিসে ১৪০টি ফ্লাইট বাতিল ফিলিপাইনে ৬.৪ মাত্রার ভূমিকম্প ইয়েমেনে সৌদি আরব নেতৃত্বাধীন জোটের হামলা এলপিজি সংকটের মধ্যে ভ্যাট কমাল সরকার
বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মধ্যবর্তী নির্বাচনে না জিতলে অভিশংসনের মুখে পড়বো: রিপাবলিকানদের ট্রাম্প

প্রতিনিধি: / ৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

বিদেশ : মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্যদের সতর্কবার্তা দিয়ে বলেছেন, এ বছরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা না জিতলে তিনি অভিশংসনের মুখে পড়বেন। “আপনাদেরকে মধ্যবর্তী নির্বাচনে জিততেই হবে, কারণ যদি আমরা না জিতি, তাহলে হবে কি, তারা (ডেমোক্র্যাটরা) একটা না একটা কারণ খুঁজে বের করবে আমাকে অভিশংসিত করার। আমি অভিশংসনের মুখে পড়বো,” ওয়াশিংটনে রিপাবলিকান আইনপ্রণেতাদের এক সমাবেশে তিনি এ কথা বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। নভেম্বরের নির্বাচনে রিপাবলিকানরা হারলে ট্রাম্পের অনেক এজেন্ডার বাস্তবায়নই মুখ থুবড়ে পড়বে বলে মনে করা হচ্ছে। তিনি এমনকী কংগ্রেসের তদন্তের মুখেও পড়তে পারেন। সে কারণেই ট্রাম্প তার মিত্রদের মধ্যবর্তী নির্বাচনের আগে প্রচারে ঝাঁপিয়ে পড়ার তাগাদা দিয়েছেন। রিপাবলিকান আইনপ্রণেতাদেরকে নিজেদের মধ্যকার বিভেদ একপাশে সরিয়ে রেখে তার জেন্ডার, স্বাস্থ্যসেবা ও নির্বাচনী স্বচ্ছতার নীতি জীবনযাত্রার খরচ নিয়ে ক্ষিপ্ত সাধারণ মানুষের কাছে তুলে ধরতে তিনি আহ্বানও জানিয়েছেন। “তারা বলে, যখন আপনি প্রেসিডেন্ট পদে জিতবেন, আপনি মধ্যবর্তী নির্বাচনে হারবেন। মানুষজনের মাথায় কী চলছে, তা আপনারা আমাকে জানাবেন বলেই আমার বিশ্বাস,” বলেছেন ট্রাম্প। ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে অপহরণে দুঃসাহসিক এক সামরিক অভিযানের স্মৃতি এখনও টাটকা, তা সত্ত্বেও অভ্যন্তরীণ নানান ইস্যুতে ট্রাম্প বেশ চাপের মুখেই রয়েছেন। এসব ইস্যুর মধ্যে রয়েছে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়। গত মঙ্গলবার ট্রাম্প এসব নিয়ে বেশি কিছু বলেননি। কেবল বলেছেন, এসব সমস্যা তিনি পূর্ববর্তী ডেমোক্র্যাট প্রশাসনের কাছ থেকে পেয়েছেন। এগুলোর জায়গায় রিপাবলিকানরা তাদের প্রচারে মার্কিন শেয়ার বাজারগুলোর চাঙ্গা অবস্থানের বিষয়টি ভোটারদের কাছে তুলে ধরতে পারে, মনে করেন ট্রাম্প। এদিনের সমাবেশে ট্রাম্প ২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন ক্যাপিটলে তার সমর্থকদের আক্রমণের বিষয়টি নামকাওয়াস্তে উল্লেখ করেছেন। অন্যদিকে ডেমোক্র্যাটরা ওই ঘটনার পঞ্চম বার্ষিকীতে রিপাবলিকানদের বিরুদ্ধে ইতিহাস ‘মুছে ফেলার’ চেষ্টার অভিযোগ এনেছে। রিপাবলিকান আইনপ্রণেতারা এদিন একত্রিত হয়েছিলেন জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসে। এটি মার্কিন কংগ্রেস অনুমোদিত একটি ইনস্টিটিউট, এর নামও কংগ্রেসই দিয়েছে। ট্রাম্প গত বছরই এই ইনস্টিটিউটের বোর্ডে ডেমোক্র্যাটদের হাতে নিয়োগ পাওয়া ট্রাস্টিদের ছেঁটে ফেলেন। বাকি ট্রাস্টিরা ডিসেম্বরে এক ভোটে ইনস্টিটিউটটির নাম বদলে প্রেসিডেন্ট কেনেডির পাশে ট্রাম্পের নামও যুক্ত করার পক্ষে রায় দিয়েছেন। সেখানেই অগোছালো এক বক্তৃতায় ট্রাম্প তার স্ত্রীর দেওয়া উপদেশের কথাও বলেছেন। মেলানিয়া তার সেই উপদেশে ট্রাম্পকে জনসম্মুখে নাচতে নিষেধ করেছেন। স্বভাবসুলভভাবে তিনি বেশকিছু মিথ্যাচারও করেছেন। এর মধ্যে রয়েছে ওয়াশিংটনের আইন-শৃঙ্খলা পরিস্থিতি। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ওয়াশিংটন সাত মাসে কোনো খুনখারাপি দেখেনি। অথচ ওয়াশিংটনের পুলিশ নতুন বছরের প্রাক্কালেই এক হত্যাকাণ্ডের খবর দিয়েছে এবং জানিয়েছে গোটা ২০২৫ সালে সেখানে মোট ১২৭টা খুনের ঘটনা ঘটেছে। ট্রাম্প বলেছেন, তিনি এখন আর বেশি ‘গলফ খেলতে পারেন না’, যদিও এই রোববারও তিনি গলফ খেলেছেন। তাছাড়া প্রেসিডেন্টের দায়িত্ব পালনকালে প্রায় সময়ই তার গলফ খেলতে যাওয়ার কথা শোনা যায়। বক্তৃতায় ট্রাম্প ভবিষ্যদ্বানী করে বলেছেন, সব বিপত্তি উড়িয়ে রিপাবলিকানরা মধ্যবর্তী নির্বাচনে স্মরণীয় জয় অর্জন করবে, তবে একইসঙ্গে তিনি দলের লাইন মেনে না চলা কিছু সদস্যদের নিয়ে অসন্তোষও প্রকাশ করেছেন। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সব আসন এবং উচ্চকক্ষ সেনেটের এক তৃতীয়াংশ আসনে ভোট হবে। ২০০৬ সালে জর্জ ডব্লিউ বুশের আমল থেকে দায়িত্বে থাকা প্রেসিডেন্টের দল সব মধ্যবর্তী নির্বাচনেই প্রতিনিধি পরিষদে আসন হারিয়েছে। প্রতিনিধি পরিষদে রিপাবলিকানরা এখন ডেমোক্র্যাটদের চেয়ে মাত্র ৫টি আসনে এগিয়ে রয়েছে। সামান্য কয়েকটি আসনের পরিবর্তনেই পুরো কক্ষ তাদের হাতছাড়া হয়ে যেতে পারে। বদলে যেতে পারে মার্কিন অভ্যন্তরীণ রাজনীতির সমীকরণ। তবে ট্রাম্পের জন্য অভিশংসনের মুখে পড়া নতুন নয়। প্রথম মেয়াদে দুইদফা তিনি এ অমর্যাদাকর প্রক্রিয়ার মুখোমুখি হয়েছিলেন। দুইবারই প্রতিনিধি পরিষদ তাকে অভিশংসিত করেছিল। যদিও প্রতিবারই সেনেট তার পদ রক্ষায় এগিয়ে আসে।


এই বিভাগের আরো খবর