মোরেলগঞ্জে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রীর দোয়া অনুষ্ঠান পন্ড করেছে দুর্বৃত্তরা
প্রতিনিধি:
/ ৩
দেখেছেন:
পাবলিশ:
মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
শেয়ার করুন
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মোরেলগঞ্জে দোয়া অনুষ্ঠান পন্ড করেছে দুর্বৃত্তরা।
জানাগেছে, উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সোমবার আসর নামাজ বাদ দোয়া অনুষ্ঠান চলাকালিন সময়ে ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন হাওলাদারের নেতৃত্বে ভাতিজা মামুন হাওলাদার, মারুফ হাওলাদারসহ ৮/১০ জনের একটি দৃবৃত্তদল কিছু খাবার প্যাকেট ফেলে দিয়ে অতর্কিত হামলা চালায়। এতে ইউনিয়ন বিএনপিরসহ স্থানীয়রা চরম ক্ষোভ প্রকাশ করেন।
এদিকে হোগলাবুনিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আসলাম শেখ রাত ৮ টায় বলেন, বদনীভাঙ্গা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে সাবেক প্রধানমন্ত্রীর রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাদের দাওয়াত পায়নি বলে অভিযোগ তুলে
ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন হাওলাদারের নেতৃত্বে হামলা করে দোয়া অনুষ্ঠান পন্ড করে দিয়ে প্রায় ৬শ” মানুষের জন্য রান্না কনা খিচুরি বিদ্যালয়ের একটি কক্ষে তালাবদ্ধ করে রাখে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান মাতুব্বর বাবুল বলেন, আমরা ওয়ার্ড ভিত্তিক দোয়া অনুষ্ঠান আয়োজন করি। আজ যে হামলা করে দোয়া অনুষ্ঠান থেকে মানুষ চলে গেছে। ঘটনাটি ঘটিয়েছে তীব্র নিন্দা ও ধিক্কার জানাই।
হোগলাবুনিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন হাওলাদার বলেন, ওখানে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তবে, পরবর্তীতে মিমাংসা হয়ে রাত সাড়ে ৮ টার দিকে খাবার বিতরণ করা হয়েছে।
এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. শহিদুল হক বাবুল বলেন, আমি হোগলাবুনিয়ার ঘটনাটি শুনেছি। বিষয়টি অত্যান্ত দু:জনক। যারা ঘটনাটি ঘটিয়েছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এ সম্পর্কে মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. মাহমুদুর রহমান বলেন, হোগলাবুনিয়ার ঘটনায় এখনও পর্যন্ত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।