ফকিরহাট প্রতিনিধি : ফকিরহাটে শীতের তীব্রতা বেড়েছে। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। বিশেষ করে বৃদ্ধ, শিশু এমনকি সাধারণ মানুষ একটু উষ্ণতার জন্য খড়কুটোতে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।
তীব্র শীতের কারণে উপজেলায় শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন শিশু ও বয়স্করা। সকাল থেকে সূর্যের দেখা মিলছে না। পাশাপাশি মৃদু কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন।
সোমবার (৫ জানুয়ারি ) উপজেলার বিভিন্ন এলাকায় এমন চিত্র দেখা গেছে। উপজেলার বিভিন্ন এলাকায় কাঠ, খড়, শুকনো পাতা বা গাছের ডালপালা পুড়িয়ে আগুন জ্বালানোর চিত্র দেখা গেছে উপজেলার বিভিন্ন এলাকায় ।
কয়েকজন শ্রমজীবি বলেন, শীতের সকালে কনকনে শীত উপেক্ষা করেই তাদের কাজে যেতে হচ্ছে। বেশ কয়েক দিন ধরে দিনে ও রাতে প্রচুর শীত পড়ছে। তাই শরীর গরম করতে আগুন পোহাচ্ছেন তারা।