মোরেলগঞ্জে বাফলা চ্যারিটির উদ্যোগে ৪ শ”পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ
প্রতিনিধি:
/ ৮
দেখেছেন:
পাবলিশ:
সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
শেয়ার করুন
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ ইউনিট ফেডারেশন অফলস এঞ্জেলেস (বাফলা) এর অর্থায়নে ৪ শ” পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার বিকেলে উপজেলা রামচন্দ্রপুর ইউনিয়নের বর্শি বাওয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের অবসর প্রাপ্ত সিনিয়র সচিব ড. মোহাম্মদ মশিউর রহমান।
বিশেষ অতিথি হিসাবে আলোচনা করেন বাফলা চ্যারিটির নির্বাহী সদস্য ও ফাতেমা-হোসাইন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ ফারুক হাওলাদার।
রামচন্দ্রপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আতাউর এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে আলোচনা করেন বাগেরহাট জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নজরুল ইসলাম কাজল, প্রধান শিক্ষক মোঃ আবুল বাশার, অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আবুল কালাম, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জুলফিকার হায়দার সহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন প্রতিনিধিবৃন্দ।