বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মাদুরো ও তার স্ত্রীর মুক্তি দাবি এবং হুঁশিয়ারি রাশিয়ার

প্রতিনিধি: / ৫ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

আনন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গত শনিবার ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে যুক্তরাষ্ট্রের হেফাজত থেকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে আর উত্তেজনা না বাড়ানোর হুঁশিয়ারি দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেওয়ার পরই এই আহ্বান জানানো হয় যে, কারাকাস রাজধানীতে সামরিক হামলার সময় তাদের আটক করা হয়েছে। এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘আমরা দৃঢ়ভাবে যুক্তরাষ্ট্রের নেতৃত্বকে এই অবস্থান পুনর্বিবেচনার আহ্বান জানাচ্ছি এবং একটি সার্বভৌম দেশের আইনসম্মতভাবে নির্বাচিত প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছি।’ বিবৃতিতে কূটনীতির মাধ্যমে এই নাটকীয় সংঘাতের সমাধানের প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়। আলাদা এক বার্তায় মন্ত্রণালয় জানায়, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ফোনে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ গোমেজের সঙ্গে কথা বলেছেন। এ সময় তিনি ‘সশস্ত্র আগ্রাসনের মুখে ভেনেজুয়েলার জনগণের প্রতি সংহতি’ প্রকাশ করেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, ‘দেশটির জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় বলিভারিয়ান নেতৃত্ব যে পথ অনুসরণ করছে, রাশিয়া তা সমর্থন অব্যাহত রাখবে।’ কারাকাসে রাশিয়ার দূতাবাস জানিয়েছে, তারা স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং ভেনেজুয়েলার কর্তৃপক্ষ ও দক্ষিণ আমেরিকার দেশটিতে অবস্থানরত রুশ নাগরিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। হামলায় কোনো রুশ নাগরিক আহত হয়েছেন-এমন কোনো তথ্য তারা জানায়নি। ট্রাম্প বলেছেন, গত শনিবার সকালে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ভেনেজুয়েলার বিরুদ্ধে “বৃহৎ পরিসরের হামলা”চালিয়েছে। তিনি যোগ করেন, মাদুরো ও তাঁর স্ত্রীকে “যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে”আটক করা হয়েছে এবং তাঁদের নিউইয়র্কে নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে তাঁদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ফৌজদারি অভিযোগ রয়েছে। ঘোষণার পরপরই দ্য নিউইয়র্ক টাইমসকে দেওয়া মন্তব্যে ট্রাম্প একে “দুর্দান্ত অভিযান”বলে আখ্যা দেন। তিনি বলেন, ‘অনেক ভালো পরিকল্পনা ছিল, অনেক মহান, মহান সেনা ও অসাধারণ মানুষ ছিল। এটা সত্যিই একটি দুর্দান্ত অভিযান ছিল।’ রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মাদুরোকে আটক করা হলে তা একটি স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্বের ওপর ‘অগ্রহণযোগ্য হস্তক্ষেপ’ হিসেবে বিবেচিত হবে। গত শনিবার স্থানীয় সময় সকাল ১১টায় ফ্লোরিডার পাম বিচে মার-আ-লাগো রিসোর্টে যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে ট্রাম্প একটি সংবাদ সম্মেলন করবেন বলে আশা করা হচ্ছে। সিএনএনের খবরে বলা হয়েছে, ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ বলেছেন, যুক্তরাষ্ট্রের হামলায় ভেনেজুয়েলার বিভিন্ন শহুরে এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মার্কিন যুদ্ধ হেলিকপ্টার থেকে ক্ষেপণাস্ত্র ও রকেট নিক্ষেপ করা হয়েছে। তিনি বলেন, হামলায় কতজন আহত ও নিহত হয়েছেন, তা নির্ধারণের চেষ্টা চালাচ্ছে ভেনেজুয়েলার কর্তৃপক্ষ। ‘এই আগ্রাসন দেশটি যে সবচেয়ে বড় অবমাননার মুখোমুখি হয়েছে, তারই প্রতিফলন,’ বলেন লোপেজ। তিনি শপথ করেন, ভেনেজুয়েলা দেশে বিদেশি সেনাদের উপস্থিতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।


এই বিভাগের আরো খবর