বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ভেনেজুয়েলায় বিনামূল্যে ইন্টারনেট দেয়ার ঘোষণা ইলন মাস্কের স্টারলিংকের

প্রতিনিধি: / ৫ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

আনন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলায় সাম্প্রতিক অস্থিরতার মধ্যে দেশটির ইন্টারনেট সংযোগ নিয়ে নতুন ঘোষণা দিয়েছে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক। প্রতিষ্ঠানটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অভিযানের পর পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলার মানুষ বিনামূল্যে এই সেবা ব্যবহার করতে পারবেন। দেশটিতে আগে থেকেই অনলাইন সেন্সরশিপ ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে ইন্টারনেট সংযোগ সমস্যায় ভুগতে হচ্ছে ব্যবহারকারীদের। বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্কের স্টারলিংক জানিয়েছে, ভেনেজুয়েলায় আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বিনামূল্যে ব্রডব্যান্ড সেবা দেয়া হবে। যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়ার পর এ ঘোষণা দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক এই সেবা ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএঙ্ পরিচালনা করে। কক্ষপথে থাকা উপগ্রহের নেটওয়ার্কের মাধ্যমে এটি মোবাইল ব্রডব্যান্ড সরবরাহ করে থাকে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এঙ্-এ (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী এই প্রতিষ্ঠানটি বলেছে, ভেনেজুয়েলায় ‘নিরবচ্ছিন্ন সংযোগ’ নিশ্চিত রাখার প্রতিশ্রুতি দিয়েছে তারা। দেশটিতে অনলাইন সেন্সরশিপের অভিযোগ রয়েছে এবং মাদুরো সরকার এর আগে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামসহ বিভিন্ন প্ল্যাটফর্ম বন্ধ করে দিয়েছিল। নেটব্লকসের ডেটা দেখায়, গত শনিবার কারাকাসের কিছু এলাকায় হঠাৎ করে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তাদের মতে, ‘যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের সময় বিদ্যুৎ বিভ্রাটের’ কারণে এমনটা হয়েছিল। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাজধানীর কিছু অংশে এখনও ইন্টারনেট সংযোগ নেই। এর আগে গত শনিবার ভোরে ভেনেজুয়েলায় ‘বড় ধরনের হামলা’ চালায় যুক্তরাষ্ট্র। পরে সেখানে মাদুরো দম্পতিকে আটক করে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়। পরে তাদের ইউএসএস ইও জিমা জাহাজে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে শেষ পর্যন্ত তাদেরকে নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়।


এই বিভাগের আরো খবর