বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

আসন্ন নির্বাচনী মাঠ গোছাতে মোরেলগঞ্জে বিএনপির বর্ধিতসভা অনুষ্ঠিত

প্রতিনিধি: / ১৯ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

মোরেলগঞ্জ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠে সকলকে তৎপর করতে বাগেরহাটের মোরেলগঞ্জে বর্ধিত সভা করেছে বিএনপি। উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে রবিবার(৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-৪, মোরেলগঞ্জ-শরণখোলা আসনে বিএনপি মনোনীত প্রার্থী সোমনাথ দে। উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় পৌরসভা ও ১৬টি ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকগন উপস্থিত ছিলেন। সভার শুরুতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারম্যান প্রায়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
সভায় জাতীয়তাবাদী তাতী দলের কেন্দ্রীয় সহসভাপতি ড. কাজী মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মেহেদী হাসান ইয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফকির রাসেল আল ইসলাম, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সহসভাপতি অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনসহ সকল ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তৃতা করেন।


এই বিভাগের আরো খবর