বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ০৫:২৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বিয়ন্সের নতুন অ্যালবাম একের পর এক রেকর্ড গড়ছে

প্রতিনিধি: / ২৩৯ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪

বিনোদন: মুক্তির পরপরই রেকর্ড গড়েছে বিয়ন্সের নতুন অ্যালবাম ‘কাউবয় কার্টার’। প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে বিশ্বের জায়ান্ট মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফরম স্পটিফাইয়ে নতুন রেকর্ড গড়েছে অ্যালবামটি। স্পটিফাই জানিয়েছে, প্রকাশের ২৪ ঘণ্টায় গ্র্যামিজয়ী শিল্পীর কান্ট্রি অ্যালবামটি এখন পর্যন্ত ২০২৪ সালের এক দিনে সর্বাধিক স্ট্রিম করা অ্যালবাম হয়ে উঠেছে। মিউজিক জায়ান্ট আরো উল্লেখ করেছে, এ বছর প্রথমবারের মতো একটি দেশীয় অ্যালবাম স্পটিফাইয়ে এই রেকর্ড গড়েছে। গত শুক্রবার ‘কাউবয় কার্টার’ প্রকাশের আগে বিয়ন্সের একক ‘টেক্সাস হোল্ড এম’ ২০০ মিলিয়নেরও বেশিবার স্ট্রিম হওয়ার পর মার্কিন শীর্ষ ৫০ চার্টের ১ নম্বরে উঠে এসেছিল। ২০২২ সালের রেনেসাঁর পরে সম্ভাব্য ট্রিলজি প্রকল্পের দ্বিতীয় কিস্তি এই ‘কান্ট্রি অ্যালবাম’টি ২৭টি গানের সমন্বয়ে তৈরি, যার মধ্যে ডলি পার্টন, মাইলি সাইরাস, পোস্ট ম্যালোন, উইলি নেলসনসহ একাধিক পপতারকার যৌথ গান রয়েছে। এর আগে গত শুক্রবার এটিও ঘোষণা করা হয়েছিল যে ‘কাউবয় কার্টার’ অ্যামাজন মিউজিকেরও রেকর্ড ভেঙেছে। এটি বেয়ন্সের এখন পর্যন্ত সবচেয়ে বড় অ্যালবাম হিসেবে আত্মপ্রকাশ করেছে। অ্যালবামটি গায়িকার আগের অ্যালবামগুলোর তুলনায় বিশ্বব্যাপী অ্যামাজন মিউজিকে প্রথম দিনে সর্বাধিক স্ট্রিমিং হওয়ার পাশপাশি অ্যামাজন মিউজিকের ইতিহাসে একজন নারী শিল্পীর দেশীয় অ্যালবাম হিসেবে প্রথম দিন সর্বাধিক স্ট্রিমিংয়ের রেকর্ড গড়েছে। কাউবয় কার্টারের ‘জোলেন’, ‘মোস্ট ওয়ান্টেড ২’, ‘বডিগার্ড’, ‘সুইট হানি বাকিন’সহ একাধিক গান বর্তমানে মিউজিক প্ল্যাটফরমগুলোতে তুমুল জনপ্রিয়তা পাচ্ছে।


এই বিভাগের আরো খবর