সর্বশেষ :
গড়মিল থাকায় মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ড. কামাল হোসেন চট্টগ্রামে মৃত ব্যক্তির স্বাক্ষর—বাতিল স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বিটিআরসি ভবনে হামলা-ভাঙচুর, কারাগারে ৪৫ দুনিয়া থেকে বিদায় নিলেন একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া বাগেরহাটে বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় কোরআন খানি ও দোয়া মাহফিল বাগেরহাটে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ বাগেরহাটে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কোরআনখানি ও দোয়া মাহফিল বাগেরহাটে ব্লু-বিকন স্কিল একাডেমির উদ্বোধন তাইওয়ানকে চীনের মূল ভূখণ্ডে একীভূত করার অঙ্গীকার করলো শি জিনপিং
শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

দুনিয়া থেকে বিদায় নিলেন একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া

প্রতিনিধি: / ২ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

বাংলা একাডেমি ও একুশে পদকপ্রাপ্ত ছড়াকার সুকুমার বড়ুয়া দুনিয়ার মায়া ছেড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

চট্টগ্রামের রাউজান উপজেলার একটি বেসরকারি হাসপাতালে আজ (শুক্রবার) সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

সুকুমার বড়ুয়ার মেয়ে অঞ্জনা বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, “বাবা গত এক সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। তার ফুসফুসে পানি জমে গিয়েছিল। চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।”

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।২০০৬ সালে ব্রেইন স্ট্রোকের পর সুকুমার বড়ুয়ার ডান পা অবশ হয়ে যায়। এর পর থেকেই হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন এই ছড়াকার।

উল্লেখ্য, প্রায় ৬০ বছর ধরে ছড়া লিখে সুকুমার বড়ুয়া ‘ছড়ারাজ’, ‘ছড়াশিল্পী’, ‘ছড়াসম্রাট’ প্রভৃতি নানা অভিধায় অভিষিক্ত হয়েছেন। ব্যঙ্গাত্মক, হাস্যরসাত্মক, নৈতিক শিক্ষামূলক রচনার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা আর রাজনৈতিক বার্তাও তার লেখায় উঠে এসেছে। ‘পাগলা ঘোড়া’, ‘ভিজে বেড়াল’, ‘চন্দনা রঞ্জনার ছড়া’, ‘এলোপাতাড়ি’, ‘নানা রঙের দিন’, ‘চিচিং ফাঁক’, ‘কিছু না কিছু’, ‘প্রিয় ছড়া শতক’, ‘নদীর খেলা’, ‘ছোটদের হাট’, ‘মজার পড়া ১০০ ছড়া’, ‘যুক্তবর্ণ‘, ‘চন্দনার পাঠশালা’, ‘জীবনের ভেতরে বাইরে’ তার উল্লেখযোগ্য ছড়ার বই।

ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য সরকার ২০১৭ সালে সুকুমার বড়ুয়াকে একুশে পদকে ভূষিত করে। এ ছাড়া বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, বাংলাদেশ শিশু একাডেমি সাহিত্য পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার, চট্টগ্রাম প্রেস ক্লাব সম্মাননা, অবসর সাহিত্য পুরস্কার, আনন ফাউন্ডেশন আজীবন সম্মাননা, চন্দ্রাবতী শিশুসাহিত্য পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা লাভ করেন।


এই বিভাগের আরো খবর