বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

নিয়ন্ত্রন হারিয়ে ট্রাক ঢুকে পড়ল বাজারে,রাজশাহীতে ৫ জনের মৃত্যু

প্রতিনিধি: / ১ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

রাজশাহীতে সাতসকালে ঘটেছে এক মর্মান্তিক দুর্ঘটনা। একটি বালুভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ভেতরে ঢ়ুকে পড়ে। এতে চাপা পড়ে নিহত হয়েছেন ৪ জন। এর কিছুক্ষণ পর আহত একজন হাসপাতালে মারা যান। সাতসকালে ঘটে যাওয়া এই ঘটনায় ঝরে গেল পাঁচটি প্রাণ।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে এই ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সিয়াম (১৫), সেন্টু (৪০), ইসলাম উদ্দিন (৬০), মুনকার (৩৫) ও রায়হান জলিল (৪৫)।

তথ্য সূত্রে জানা যায়, সকাল ৭টা ৫০ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে ৭টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব ২ কিলোমিটার। বালু ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ভিতরে ঢ়ুকে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। পুঠিয়া ফায়ার স্টেশনের একটি ইউনিট ও নাটোর ফায়ার স্টেশনের একটি ইউনিট উদ্ধার কাজ করছে।

পুঠিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সারোয়ার হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ৫জন নিহত হয়েছেন বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস।


এই বিভাগের আরো খবর