বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সিডনি টেস্টের পর অবসরে যাচ্ছেন উসমান খাজা

প্রতিনিধি: / ৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

খেলাধুলা:আসন্ন সিডনি টেস্ট দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে পারেন উসমান খাজা, এমনটাই ধারণা সাবেক অস্ট্রেলিয়া অধিনায়ক মাইকেল ক্লার্কের। তার মতে, ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম ও শেষ অ্যাশেজ টেস্টটি হতে পারে অভিজ্ঞ এই বাঁহাতি ব্যাটসম্যানের বিদায়ী ম্যাচ। অ্যাডিলেড ও মেলবোর্নে অনুষ্ঠিত শেষ দুই টেস্টে মিডল অর্ডারে ব্যাটিং করেছেন খাজা। দীর্ঘতম ফরম্যাটে তার ভবিষ্যৎ নিয়ে যখন নানা আলোচনা চলছে, তখন ক্লার্ক মনে করেন সাফল্যের চূড়ায় থেকেই বিদায় নেওয়াই খাজার জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত হবে। কোড স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লার্ক বলেন, “আমার মনে হয়, এটিই হবে উসমানের বিদায়ী টেস্ট। এটি কোনো প্রতীকী নির্বাচন নয়। মেলবোর্নে যখন তাকে খেলানো হয়েছে, তখন সিডনিতেও তাকে খেলানো স্বাভাবিক। তবে আমার বিশ্বাস, এই টেস্টের পরই সে অবসর নেবে।” ২০২৫ সাল ব্যাট হাতে খুব একটা ভালো কাটেনি খাজার। এ বছর ১০টি টেস্টে তিনি করেছেন ৬১৪ রান, গড় ৩৬.১১। রয়েছে একটি সেঞ্চুরি ও একটি হাফসেঞ্চুরি। জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে ২৩২ রানের দুর্দান্ত ইনিংস দিয়ে বছর শুরু করলেও পরের অর্ধশতকের জন্য তাকে অপেক্ষা করতে হয়েছে প্রায় ১১ মাস, যা আসে অ্যাডিলেড টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে। অ্যাশেজেও একাদশ থেকে বাদ পড়েছিলেন খাজা। তবে অনাকাঙ্ক্ষিতভাবেই আবার সুযোগ পেয়েছিলেন। স্টিভ স্মিথ হঠাৎ ইঞ্জুরিতে পড়ায় সকালেই একাদশে সুযোগ আসে খাজার। সুযোগ ভালোভাবেই কাজে লাগিয়ে হাফ-সেঞ্চুরি করেন তিনি। ক্লার্ক আরও বলেন, “আশা করি, উসমান বড় একটি ইনিংস খেলেই বিদায় নেবে। এসসিজিতে যদি সে সেঞ্চুরি করে সাফল্যের চূড়ায় থেকেই মাঠ ছাড়ে, সেটি হবে আদর্শ বিদায়। এমন সুযোগ খুব কম ক্রিকেটারই পায়।” পার্থে অ্যাশেজের প্রথম টেস্টে খেললেও মাঝপথে চোট পান খাজা। এরপর ট্রাভিস হেড ওপেনিংয়ে নেমে ম্যাচজয়ী ইনিংস খেলেন এবং অস্ট্রেলিয়া সিরিজে এগিয়ে যায়। চোটের কারণে দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি খাজা। তবে খাজার অবসর নিয়ে গুঞ্জনে পানি ঢেলেছেন অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। তিনি বলেন, “এই আলোচনা বাইরের দিক থেকেই আসছে। উসমান এখন পরিবারের সঙ্গে আছে, কয়েক দিনের বিরতিতে। আমার কাছে এমন কোনো ইঙ্গিত নেই যে সে সিডনি টেস্টেই অবসর ঘোষণা করবে। উল্লেখ্য, অ্যাশেজ সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট শুরু হবে আগামী রোববার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে।


এই বিভাগের আরো খবর