বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আফগানিস্তানের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

প্রতিনিধি: / ১৬ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

খেলাধুলা:আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান। যথারীতি দলটির নেতৃত্বে রয়েছেন তারকা লেগ স্পিনার রশিদ খান। সর্বশেষ আসরে সেমিফাইনালে খেলেছিল আফগানরা। বাংলাদেশ সিরিজের দল থেকে একাধিক পরিবর্তন এনে বিশ্বকাপের স্কোয়াড সাজিয়েছে আফগানিস্তান। দলে রয়েছেন মুজিব উর রহমান, গুলবাদিন নাইব, ফজলহক ফারুকী এবং নাভিন-উল-হক। ফারুকী এবং নাইবকে বাংলাদেশ সিরিজে দলে রাখেনি আফগানরা। তবে বিশ্বকাপের স্কোয়াডে রেখেছে ঠিকই। ২০২৪ সালের ডিসেম্বরে সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা নাভিন দলে ফিরলেন অনেক দিন পর। কাঁধের চোটের কারণে সেপ্টেম্বরের এশিয়া কাপে খেলা হয়নি নাভিনের। এছাড়া মুজিব দলে ফেরায় মূল দলে জায়গা পাননি আরেক রহস্য স্পিনার এএম গাজানফার। তার জায়গা হয়েছে রিজার্ভে। মূল স্কোয়াডের বাইরে ৩ জন রয়েছেন রিজার্ভে। গাজানফার বাদে বাকি দুইজন হচ্ছেন ইজাজ আহমেদজাই এবং জিয়া উর রহমান শরিফি। টি-টোয়েন্টিতে বরাবরই দারুণ দল আফগানিস্তান। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ স্বপ্নের মত রঙিন ছিল আফগানিস্তানের জন্য। একের পর এক জায়ান্ট দলকে হারিয়ে সেমিফাইনালে চলে যায় আফগানরা। নিউজিল্যান্ডকে গ্রুপ পর্বে হারানোর পর সুপার এইটে অস্ট্রেলিয়া এবং বাংলাদেশকে হারিয়ে সেমির টিকিট কাটে আফগানিস্তান। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বাদ নেয় তারা। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ‘ডি’তে লড়বে আফগানিস্তান। সাথে রয়েছে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত এবং কানাডা। ৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে আফগানিস্তান।
আফগানিস্তানের বিশ্বকাপ স্কোয়াড-
রশিদ খান (অধিনায়ক), ইবরাহিম জাদরান (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), মোহাম্মদ ইসহাক (উইকেটরক্ষক), সেদিকউল্লাহ আতাল, ডারউইশ রাসুলি, শহিদউল্লাহ কামাল, আজমতউল্লাহ ওমরজাই, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবী, নূর আহমেদ, মুজিব উর রহমান, নাভিন-উল-হক, ফজলহক ফারুকী এবং আব্দুল্লাহ আহমেদজাই।
রিজার্ভ –
এএম গাজানফার, ইজাজ আহমেদজাই এবং জিয়া উর রহমান শরিফি।


এই বিভাগের আরো খবর