বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কড়া নিরাপত্তায় এস্পানিওলের মাঠে নামছে বার্সা

প্রতিনিধি: / ২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

খেলাধুলা:লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পাঁচ নম্বর দল এস্পানিওলের লড়াই। কাতালান ডার্বি হিসেবে কিছুটা উত্তেজনা থাকার কথা, অতীত পরিসংখ্যানও অবশ্য রোমাঞ্চের ইঙ্গিত দেয়। তবে একেবারে চিরপ্রতিদ্বন্দ্বী দলের মতো দ্বৈরথে রূপ নেওয়ার কথা নয়। সেটাই ঘটতে যাচ্ছে বার্সা-এস্পানিওলের আসন্ন ম্যাচে। মূলত সব ক্ষোভ গোলরক্ষক হুয়ান গার্সিয়াকে কেন্দ্র করে। সর্বশেষ দলবদলের বাজারে এস্পানিওল থেকে তাকে দলে ভিড়িয়েছে বার্সা। আগামী রোববার এস্পানিওলের মাঠ আরসিডিই স্টেডিয়ামে খেলতে নামবে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। হ্যান্সি ফ্লিকের দলকে যে বেশ প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতে হতে পারে তা এস্পানিওলের নির্দেশনায় স্পষ্ট। কারণ স্বাগতিক দর্শকদের উত্তেজনা নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে স্টেডিয়ামে বার্সার জার্সি, স্কার্ফসহ যেকোনো প্রতীকি বস্তু পরিধান করতে নিষেধ করা হয়েছে। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, লা লিগার আসন্ন কাতালান ডার্বিতে আরসিডিই স্টেডিয়ামে নিরাপত্তা বিবেচনায় বার্সেলোনার সমর্থকদের দলীয় জার্সি নিষিদ্ধ করেছে এস্পানিওল। কারণ ক্লাবটি ছেড়ে হুয়ান গার্সিয়ার বার্সেলোনায় যোগদানের বিষয়টি এখনও মানতে পারছেন না সমর্থকদের অনেকেই। তার প্রত্যাবর্তনটাও তাই সুখকর হচ্ছে না। নিরাপত্তার স্বার্থে এস্পানিওল স্টেডিয়ামের উভয় গোলপোস্টের পেছনে সুরক্ষামূলক জাল স্থাপন করা হবে। গত মঙ্গলবার এক বিবৃতিতে এস্পানিওল ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, ‘সব দর্শকের নিরাপত্তা নিশ্চিত করা এবং ইভেন্টটি সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য এই পদক্ষেপ (সুরক্ষা জাল স্থাপন) নেওয়া হয়েছে। বার্সেলোনার যেকোনো ধরনের পোশাক, স্কার্ফ বা পরিচয়সূচক প্রতীক পরে আরসিডিই স্টেডিয়ামে প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। সফরকারী দলের জার্সি, স্কার্ফ, ক্যাপ, পতাকা বা অন্য যেকোনো স্বতন্ত্র সামগ্রী পরিহিত কাউকে স্টেডিয়ামে প্রবেশ করতে দেওয়া হবে না।’ একইসঙ্গে কড়া শাস্তির কথা উল্লেখ করে স্বাগতিক দর্শকদেরও সতর্ক করে দেওয়া হয়েছে। কেউ শৃঙ্খলা ভঙ্গ করলে জরিমানা, এমনকি ক্লাব সদস্যপদ স্থগিত বা বাতিলসহ নেওয়া হতে পারে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা। অপরাধের মাত্রার ওপর সেই শাস্তির দণ্ড নির্ভর করবে। ৫ বছর পর্যন্ত সদস্যপদ বাতিল/স্থগিত রাখার পাশাপাশি স্টেডিয়ামেও নিষিদ্ধ হতে পারেন শৃঙ্খলা ভঙ্গকারী সমর্থকরা। এ ছাড়া জরিমানা করা হতে পারে ১৫০ ইউরো থেকে সাড়ে ৬ লাখ ইউরো পর্যন্ত। বর্তমানে লা লিগার পয়েন্ট টেবিলে বার্সেলোনা ১৮ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। এক ম্যাচ কম খেলা এস্পানিওল ৩৩ পয়েন্ট নিয়ে অবস্থান করছে পঞ্চম স্থানে। ৪২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।


এই বিভাগের আরো খবর