নির্বাচন কমিশন (ইসি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য নিবন্ধনের সময় আরও ছয় দিন বাড়িয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভোটাররা আগামী ৫ জানুয়ারি পর্যন্ত এই নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ইসি সচিবালয়ে সাংবাদিকদের জানান, প্রবাসী বাংলাদেশি এবং দেশের ভেতরের সরকারি কর্মকর্তা-কর্মচারী যারা কর্মস্থলের কারণে নিজ এলাকায় থাকেন না, তারা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করছেন। ইসি সূত্রে জানা গেছে, এই মুহূর্তে মোট ১০ লাখ ৫০ হাজার ৩৮২ জন ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।
এ ধরনের ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ১৪ হাজার ১৬৬ জন এবং নারী ভোটার ১ লাখ ২৭ হাজার ২৮৩ জন। প্রবাসী ভোটারদের মধ্যে সর্বাধিক নিবন্ধন করেছে সৌদি আরব, যেখানে ১ লাখ ৮৭ হাজার ১৭৭ জন ভোটার নিবন্ধিত হয়েছেন। কাতারে ৬৬ হাজার ২৪৮, মালয়েশিয়ায় ৫৬ হাজার ৬৬৩, ওমানে ৪৭ হাজার ৪৮৪ এবং সংযুক্ত আরব আমিরাতে ৩১ হাজার ৩৯৯ জন ভোটার নিবন্ধন করেছেন।
দেশের ভেতরে ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন ৪ লাখ ১৯ হাজার ২১ জন ভোটার। জেলাভিত্তিক হিসাবে, কুমিল্লায় ৮৩ হাজার ৭৭৭ জন, ঢাকায় ৭৭ হাজার ২১৯ এবং চট্টগ্রামে ৭১ হাজার ৫২৫ জন ভোটার নিবন্ধন করেছেন। আসনভিত্তিক হিসেবে ফেনী-৩ থেকে সর্বোচ্চ ১৩ হাজার ৬৫১ জন, চট্টগ্রাম-১৫ থেকে ১১ হাজার ৪৮ জন এবং নোয়াখালী-১ থেকে ১০ হাজার ৯৭৬ জন ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, “৩১ ডিসেম্বর পর্যন্ত যে সময়সীমা নির্ধারণ করা হয়েছিল, তার মধ্যে অনেক ভোটার নিবন্ধন শেষ করতে পারেননি। বিভিন্ন দিক থেকে সময় বাড়ানোর অনুরোধ এসেছে। তাই কমিশন সিদ্ধান্ত নিয়েছে, এবার ৫ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত নিবন্ধনের সুযোগ রাখা হবে। এরপর আর সময় বাড়ানোর কোনো সুযোগ থাকবে না।”
এর আগে পোস্টাল ভোটের নিবন্ধনের সময় প্রথমে ২৫ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। পরে তা বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়। এবার দ্বিতীয় দফায় সময় বৃদ্ধি করে ৫ জানুয়ারি পর্যন্ত করা হলো।
নির্বাচনকালীন গুরুত্বপূর্ণ তারিখ অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই ৩০ ডিসেম্বর ২০২৫ থেকে ৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত চলবে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ৫ থেকে ৯ জানুয়ারি এবং আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি ২০২৬।