বৃহস্পতিবার, ০১ জানুয়ারী ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বাগেরহাটে ৪ টি আসনে বিএনপি-জামায়েত সহ ৩২ প্রার্থীর মনোনয়ন দাখিল

প্রতিনিধি: / ৫ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

বাগেরহাট প্রতিনিধি:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট জেলার চারটি সংসদীয়
আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও
স্বতন্ত্র মিলিয়ে মোট ৩২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (তারিখ উল্লেখযোগ্য নয়) সকালে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে
আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা। এ সময় বাগেরহাট-২ আসনে
বিএনপির প্রার্থী ব্যারিস্টার জাকির হোসেন, জামায়াতে ইসলামীর প্রার্থী
মনজুরুল হক রাহাদ এবং ইসলামী আন্দোলনের প্রার্থী অ্যাডভোকেট আতিয়ার রহমান
নিজ নিজ মনোনয়নপত্র জমা দেন। বাগেরহাট ৪ আসনে বিএনপি প্রার্থী সোমনাথ দে, জামাত ইসলামী বাংলাদেশ প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলিম তাদের দলীয় মনোনয়নপত্র জমা দেন।
এছাড়া দুপুরের দিকে বিভিন্ন আসনে আরও কয়েকজন প্রার্থী দলীয় মনোনয়ন দাখিল
করেন। তাদের মধ্যে রয়েছেন— এম এ এইচ সেলিম স্বতন্ত্র প্রার্থী, এম এ সালাম স্বতন্ত্র প্রার্থী (বাগেরহাট-২)। মাওলানা মশিউর
রহমান (বাগেরহাট-১), ফরিদুল ইসলাম (বাগেরহাট-৩) এবং কাজী খায়রুজ্জামান
শিপন (বাগেরহাট-৪)। তারা নিজ নিজ রাজনৈতিক দলের পক্ষে নির্বাচনে
প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে মনোনয়নপত্র জমা দেন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে
বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন থেকে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র
প্রার্থীসহ মোট ৪২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তাদের মধ্যে সর্বশেষ
খবর পাওয়া পর্যন্ত ৩২ জন প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা
দিয়েছেন।
নির্বাচন ঘিরে বাগেরহাটে রাজনৈতিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে। মনোনয়ন দাখিলকে
কেন্দ্র করে জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা
গ্রহণ করা হয়। আগামী দিনে যাচাই-বাছাই ও প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার
মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করছেন
সংশ্লিষ্টরা।


এই বিভাগের আরো খবর