আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশে প্রায় ৩৫ হাজার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হবে। সরকার একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের বিষয়ে দৃঢ় অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (২৯ ডিসেম্বর) রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান। একই দিনে ‘বিজিবি দিবস-২০২৫’ উপলক্ষে নানা কর্মসূচিও পালন করা হয়।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনকে কেন্দ্র করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। বিজিবিকেও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তাঁর ভাষায়, “সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে।”
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান, সারা দেশে নিয়মিত অস্ত্র উদ্ধার অভিযান চলছে। প্রতিদিন একাধিক অস্ত্র উদ্ধার হচ্ছে। কোনো কোনো দিন পাঁচটি পর্যন্ত বিদেশি পিস্তলও জব্দ করা হচ্ছে, যা নিরাপত্তা বাহিনীর সক্রিয়তার ইঙ্গিত দেয়।
নির্বাচন বানচালের আশঙ্কা প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ফ্যাসিস্ট শক্তি নির্বাচন ভণ্ডুল করতে বোমা হামলার চেষ্টা চালাতে পারে। তবে জনগণ ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সীমান্ত পরিস্থিতি নিয়েও সতর্কতার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কৌশলী ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। সীমান্ত দিয়ে কোনো অপরাধী যেন পার হতে না পারে, সে বিষয়ে বিজিবিকে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সীমান্ত ব্যবহারকারী চোরাকারবারিদের আইনের আওতায় আনতে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।
অনুষ্ঠানে বিজিবি দিবস উপলক্ষে সকালে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে ‘সীমান্ত গৌরব’-এ পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। রাষ্ট্রীয় শোকের কারণে নির্ধারিত তারিখ পরিবর্তন করে সোমবার বিজিবি দিবস পালন করা হয়।