মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১০:১৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বিচারকদের উদ্দেশে প্রথম অভিভাষণ দেবেন

প্রতিনিধি: / ২ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবারের মতো বিচার বিভাগের শীর্ষ কর্মকর্তাদের সামনে অভিভাষণ দেবেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টায় সুপ্রিম কোর্ট অডিটরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ রোববার (২৮ ডিসেম্বর) এক স্মারকে জানিয়েছে, সুপ্রিম কোর্টের পরামর্শে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের সকল জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের অংশগ্রহণের জন্য মনোনীত করা হয়েছে।

গত ২৩ ডিসেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। এরপর রোববার (২৮ ডিসেম্বর) সকালে বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁকে শপথ পাঠ করান। শপথ গ্রহণের মধ্য দিয়ে তাঁর নিয়োগ কার্যকর হয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন প্রধান বিচারপতির এই অভিভাষণে বিচার বিভাগের স্বচ্ছতা, মামলার জট কমানো এবং বিচারিক সংস্কার নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা থাকতে পারে। আদালত ও বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য এটি একটি বিশেষ উপলক্ষ, যেখানে প্রধান বিচারপতি তাঁর দিকনির্দেশনা এবং প্রত্যাশার কথা তুলে ধরবেন।


এই বিভাগের আরো খবর