এ ছাড়াও জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের দপ্তর থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জোটের পক্ষে মতুয়া বহুজন সমাজ ঐক্য জোটের কেন্দ্রীয় সভাপতি সোমনাথ দে, বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এম এ এইচ সেলিম, জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপি নেতা নুরুল ইসলাম মোল্লা, নিশানবাড়িয়া ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক ফরাজী সুজন মাহমুদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য কাজী মঞ্জুরুল আলম মঞ্জু, শ্রমিক দল নেতা জাহাঙ্গীর কাজী, তাঁতীদল নেতা মনিরুল ইসলাম, তাঁতীদল নেতা লাল মিয়া খানসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
বিএনপি থেকে একাধিক প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নিজ দলের প্রতিক ধানের শীষ পেয়ে মাঠে লড়বেন বলে প্রত্যাশা করছেন তারা।
এদিকে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খান মনোনয়ণ সংগ্রহ করে বলেন, ২% মানুষের গণতন্ত্র আছে ৯৮% মানুষের গণতন্ত্র নেই। এ গণতন্ত্রের মুক্তির জন্য তিনি প্রার্থী হয়েছেন। দেশে পুর্নগনতন্ত্র প্রতিষ্ঠিত হলে সাধারণ মানুষের প্রত্যাশা পুরন হবে।