সর্বশেষ :
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৩১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পোস্টাল ভোট অ্যাপে নিবন্ধন ছাড়াল ৬ লাখ ৭২ হাজার

প্রতিনিধি: / ৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে আগ্রহ দেখাচ্ছেন বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি। তথ্যপ্রযুক্তিনির্ভর পোস্টাল ব্যালট ব্যবস্থার আওতায় ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন ৬ লাখ ৭২ হাজার ১২ জন প্রবাসী ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ৬ লাখ ২১ হাজার ৮০০ জন এবং নারী ভোটার ৫০ হাজার ২১০ জন।

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টা ৩০ মিনিট পর্যন্ত এই নিবন্ধন সম্পন্ন হয়েছে। বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের ভোটে যুক্ত করতে এবারই প্রথম আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট ব্যবস্থা চালু করেছে ইসি।

এই ব্যবস্থায় শুধু প্রবাসীরাই নন, আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ভোটাররাও ভোট দেওয়ার সুযোগ পাবেন। এজন্য নির্ধারিত অ্যাপে নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। কমিশনের তথ্য অনুযায়ী, ১৯ নভেম্বর থেকে শুরু হওয়া এই নিবন্ধন কার্যক্রম চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত।

ইসি জানিয়েছে, নিবন্ধন সম্পন্ন হলে ভোটারদের দেওয়া ঠিকানায় ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠানো হবে। ভোটার ব্যালটে ভোট প্রদান করে নির্ধারিত ফিরতি খামের মাধ্যমে তা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।

বর্তমানে দক্ষিণ কোরিয়া, জাপান, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, অস্ট্রেলিয়া, চীন, দক্ষিণ আফ্রিকা, মিসরসহ বিশ্বের বহু দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য এই নিবন্ধন কার্যক্রম চালু রয়েছে। কমিশনের লক্ষ্য, ধাপে ধাপে অন্তত ৫০ লাখ প্রবাসী ভোটারকে এই ব্যবস্থার আওতায় আনা।

নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আয়োজনের প্রস্তুতি চলছে। প্রবাসী ভোটারদের অংশগ্রহণ বাড়াতে পোস্টাল ব্যালট ব্যবস্থাকে কার্যকর ও নির্ভরযোগ্য করতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।


এই বিভাগের আরো খবর