সর্বশেষ :
লক্ষ্ণীপুরে বিএনপি নেতার ঘরে তালা দিয়ে আগুন: ঘুমন্ত শিশু নিহত, দগ্ধ ৩ ধর্ম নিয়ে কটূক্তির ঘটনায় হত্যা করে লাশ পোড়ানো, গ্রেপ্তার ৭ নিথর দেহে দেশে ফিরলেন ছয় বাংলাদেশি শান্তিরক্ষী, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় মানিক মিয়ায় ওসমান হাদির শেষ বিদায়, জানাজা ঘিরে কঠোর নিরাপত্তা ওসমান হাদির মৃত্যুতে পালিত হচ্ছে এক দিনের রাষ্ট্রীয় শোক অস্থির পরিস্থিতিতে শিল্পকলার সব আয়োজন বন্ধ ওসমান হাদির ময়নাতদন্ত সম্পন্ন, দুপুরে সংসদ ভবনে জানাজা লাঠি ভর দিয়ে চলা বৃদ্ধও আসামি:  মোরেলগঞ্জে হয়রানিমূলক মামলা  প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ  ও মানববন্ধন কুতুবদিয়ায় আলফা ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবি পরিশোধ বাগেরহাটে হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে  বিক্ষোভ
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

অস্থির পরিস্থিতিতে শিল্পকলার সব আয়োজন বন্ধ

প্রতিনিধি: / ৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

রাষ্ট্রীয় শোক ও সামগ্রিক পরিস্থিতির কারণে অনির্দিষ্টকালের জন্য সব অনুষ্ঠান ও প্রদর্শনী স্থগিত করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। একাডেমির পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কোনো আয়োজন অনুষ্ঠিত হবে না।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির ফেসবুক পেজে শুক্রবার (১৯ ডিসেম্বর) প্রকাশিত এক ঘোষণায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়। সেখানে বলা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে শহীদ শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে শনিবার (২০ ডিসেম্বর) রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। রাষ্ট্রীয় শোক দিবস ও অনিবার্য কারণের প্রেক্ষাপটে ১৯ ডিসেম্বর ২০২৫ থেকে সব অনুষ্ঠান ও প্রদর্শনী স্থগিত রাখা হয়েছে।

শিল্পকলার নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক দীপক কুমার গোস্বামী গণমাধ্যমকে বলেন, “অনিবার্য কারণে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সকল অনুষ্ঠান ও প্রদর্শনী পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।” তিনি জানান, শোক দিবস একদিনের হলেও পরিস্থিতি বিবেচনায় কার্যক্রম কবে শুরু হবে, সে বিষয়ে এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

এই সিদ্ধান্তের প্রভাব পড়েছে চলমান ও আসন্ন সাংস্কৃতিক আয়োজনেও। নাট্যদল অবলোকনের নতুন প্রযোজনা ‘গন্ধসূত্র’-এর উদ্বোধনী প্রদর্শনী বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। তবে শুক্রবার সন্ধ্যায় নির্ধারিত দ্বিতীয় প্রদর্শনীটি আর মঞ্চস্থ করা সম্ভব হয়নি, কারণ মিলনায়তনের বরাদ্দ স্থগিত করা হয়।

নাটকটির নির্দেশক কাজী তৌফিকুল ইসলাম ইমন বলেন, “দেশের অরাজক পরিস্থিতির কারণে আজকে শিল্পকলা একাডেমি বন্ধ রাখা হয়েছে। এ জন্য আমাদের প্রদর্শনী বাতিল করতে হয়েছে।” একই সঙ্গে অবলোকনের ফেসবুক পেজে জানানো হয়, ১৯ ডিসেম্বর শুক্রবারের প্রদর্শনী বন্ধ রাখা হয়েছে এবং যারা অগ্রিম টিকিট নিয়েছেন, তাদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে।

শিল্পকলা একাডেমির এই সিদ্ধান্তের পেছনে রয়েছে সাম্প্রতিক সহিংস পরিস্থিতি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুর খবর ঢাকায় পৌঁছানোর পর রাজধানীর বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একাধিক স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে, ক্ষতিগ্রস্ত হয় প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়, ভাঙচুর করা হয় ছায়ানটেও।

এর আগে শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগে অংশ নিতে গেলে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অস্ত্রোপচারের পর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিল্পকলা একাডেমির কার্যক্রম বন্ধ থাকায় শিল্পী ও সংস্কৃতিকর্মীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে কর্তৃপক্ষ বলছে, পরবর্তী নির্দেশনা পেলেই নতুন করে সিদ্ধান্ত জানানো হবে।


এই বিভাগের আরো খবর