ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর পর চট্টগ্রামে আন্দোলনের ডাক দেয় ইনকিলাব মঞ্চসহ একাধিক রাজনৈতিক দল ও শিক্ষার্থীরা। সেখান থেকে মিছিল সহকারে চট্টগ্রামের ভারতীয় উপ হাইকমিশনার রাজিব রঞ্জবের বাসভবনের সামনে জড়ো হতে থাকেন তারা।এক পর্যায়ে হাইকমিশনারের বাসভবন লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে শিক্ষার্থীরা। এতে পুলিশ বাধা দিলে পুলিশকে উদ্দেশ্য করে ইট নিক্ষেপ করেন তারা।
নগরের খুলশি এলাকায় বৃহস্পতিবার মধ্যরাত ১টা ৪০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। এরপর ঝাউতলা এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয় ৮ জনকে।
এ ব্যাপারে সিএমপির উপ পুলিশ কমিশনার আমিরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের মিছিল উপ হাইকমিশনারের বাসভবনের সামনে এসে অতর্কিতভাবে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করি। এতে আমাদের ৩ জন সদস্য আহত হয়।