সর্বশেষ :
পাইকগাছায় আমন ধানের ফলন ভাল হলেও ধানের মূল্য কম হওয়ায় কৃষক হতাশ ডেইলি স্টার অফিসে হামলা-ভাংচুর করে অগ্নিসংযোগ প্রথম আলোর প্রধান কার্যালয় ভাংচুর করে নথিতে আগুন দিলো বিক্ষুদ্ধ জনতা হাদি হত্যার প্রতিবাদে ছাত্র-জনতার শাহবাগ অবরোধ চট্টগ্রামে রাতে ভারতীয় সহকারী হাইকমিশনে হামলা, আটক ৮ ছায়ানটের ভেতরে পোড়া বই আর ভাঙা বাদ্যযন্ত্র, বাইরে কড়া পুলিশ পাহারা আজ সন্ধ্যায় দেশে আসবে শহীদ ওসমান হাদির মরদেহ, জানাজা শনিবার জব্দ রুশ সম্পদ ব্যবহারের পরিকল্পনা নিয়ে শীর্ষ সম্মেলনে ইইউ নেতারা লুকানো কারখানায় ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াচ্ছে ইউক্রেন ইউক্রেনকে ঋণ দিতে ইউরোপীয় নেতাদের বৈঠক
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ম্যাকগ্রাকে টপকে গেলেন লায়ন

প্রতিনিধি: / ৪ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

খেলাধুলা:ব্রিসবেনে দিবা-রাত্রির টেস্টে নাথান লায়ন ছিলেন না একাদশে। তবে ফিরেছেন অ্যাডিলেড টেস্টের একদশে। আর ফিরেই গড়লেন রেকর্ড। নিজের প্রথম ওভারেই দুই শিকারে টপকে গেছেন স্বদেশী কিংবদন্তী গ্লেন ম্যাকগ্রাকে। অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় লায়ন এখন দুইয়ে অবস্থান করছেন। তার ওপরে আছেন কেবলই প্রয়াত কিংবদন্তী শেন ওয়ার্ন। গত পাঁচ মাস ধরেই ৫৬২ উইকেটে আটকে ছিলেন লায়ন। সবশেষ ৩ টেস্টের দুটিতেই খেলা হয়নি তার। পিঙ্ক বল টেস্টে নির্বাচকরা পেস-নির্ভর দল বানাতে চেয়েছিল। তাই ছিলেন না একাদশে। পার্থে করেন মাত্র ২ ওভার। তবে অ্যাডিলেড টেস্টের একাদশে ফিরেই ৬ বলে দুবার নিলেন উইকেট। প্রথমটি অবশ্য উপহার দেন ওলি পোপ। মিউ উইকেটে সহজ ক্যাচ দেন তিনি। তখন ম্যাকগ্রাকে স্পর্শ করেন এই স্পিনার। দ্বিতীয়টি উইকেটটি ছিল দারুণ এক ডেলিভারিতে। ডিফেন্স করতে গিয়ে পুরোপুরি ব্যর্থ হন বেন ডাকেট। অফস্টাম্পের মাথায় গিয়ে আঘাত হাতে বল। আর তাতেই ম্যাকগ্রাকে টপকে যান লায়ন। এই মুহূর্তে টেস্ট ক্রিকেটে লায়নের উইকেট সংখ্যা ৫৬৪। শেন ওয়ার্ন ক্যারিয়ার শেষ করেছিলেন ১৪৫ ম্যাচে ৭০৮ উইকেট শিকার করে। আন্তর্জাতিক টেস্ট উইকেটের সর্বকালের সেরাদের তালিকায় লায়ন এখন ষষ্ঠ স্থানে। তার পরবর্তী লক্ষ্য ৬০০ উইকেট।


এই বিভাগের আরো খবর