ফকিরহাটে নবলোকের উদ্যোগে তেল ও ডাল ফসলের কৃষি মেলা অনুষ্ঠিত
প্রতিনিধি:
/ ৩
দেখেছেন:
পাবলিশ:
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
শেয়ার করুন
ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় নবলোক পরিষদের উদ্যোগে ও পিকেএসএফ-এর সহযোগিতায় তেল ও ডাল ফসল বিষয়ক একদিনব্যাপী কৃষি মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টায় বিশ্বরোডস্থ নবলোক অফিসের সামনে এ মেলার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোতাহার হোসেন। তিনি বলেন, তেল ও ডাল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি পেলে একদিকে যেমন কৃষকের আয় বাড়বে, অন্যদিকে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার দিকে আরও একধাপ এগিয়ে যাবে।
নবলোকের ঋণ কর্মসূচির জোনাল ম্যানেজার মো. মতিউর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, নবলোক ফকিরহাট শাখা ব্যবস্থাপক মো. আবিদ ফরহাদ, নবলোক এরিয়া ম্যানেজার (ঋণ) মো. রায়হান উদ্দিন, ফকিরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক শেখ সৈয়দ আলী এবং নবলোকের কৃষিবিদ মো. নাঈম হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নবলোকের মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন কর্মকর্তা মো. নজরুল ইসলাম। সার্বিক সহযোগিতায় ছিলেন প্রিন্স হালদার (VCF RMTP) ও শুভ্রদেব মালি (AVCF-RMTP)।
কৃষি মেলায় স্থানীয় কৃষকদের উৎপাদিত বিভিন্ন তেল ও ডাল জাতীয় ফসলের প্রদর্শনী স্টল স্থান পায়। এর মধ্যে লখপুরের মো. তরিকুল ইসলাম সরিষার তেল, বেতাগার চন্দন দাশের সরিষার তেল, বেতাগার যুথী রাণীর খেসাড়ি ডাল, লখপুরের আবুল হাসানের সূর্যমুখী তেল এবং মাসকাটার উষা নাথের মসুর ডাল প্রদর্শন করা হয়।
মেলায় আগত কৃষক ও দর্শনার্থীরা স্থানীয়ভাবে উৎপাদিত তেল ও ডাল ফসল সম্পর্কে জানার পাশাপাশি উন্নত চাষাবাদ পদ্ধতি ও বাজারজাতকরণ বিষয়ে ধারণা লাভ করেন।