সর্বশেষ :
ভেনিজুয়েলার তেলবাহী ট্যাংকার অবরোধের নির্দেশ ট্রাম্পের ভিসা নিষেধাজ্ঞায় আরো ৭ দেশকে যুক্ত করল যুক্তরাষ্ট্র, ১ জানুয়ারি থেকে কার্যকর ইমরান খানের সঙ্গে দেখা করতে পাকিস্তান যাচ্ছেন দুই ছেলে গাজায় একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৩০ জনের লাশ উদ্ধার ‘বন্ডি রাব্বি’কে হারিয়ে শোক ও আতঙ্কে সিডনির ইহুদি সমপ্রদায় ২০২৫ সালে বিশ্বব্যাপী কয়লার চাহিদা রেকর্ড উচ্চতায় পৌঁছানোর সম্ভাবনা : আইইএ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে মিয়ানমারের জান্তা ঘাম ঝরিয়ে গুয়াদালাহারার বিপক্ষে জয় পেলো বার্সা ফিফার বর্ষসেরা ‘দ্য বেস্ট’ হলেন দেম্বেলে কলকাতায় বিশৃঙ্খলার জন্য মেসিকেই দায়ী করলেন গাভাস্কার
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০১:৩০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কসমেটিক সার্জারির গুঞ্জন নিয়ে যা বললেন রাকুল

প্রতিনিধি: / ১ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

বিনোদন:ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাকুল প্রীত সিং। কয়েক দিন ধরে গুঞ্জন উড়ছে, কসমেটিক সার্জারি করিয়েছেন এই অভিনেত্রী। মূলত, কথিত একজন চিকিৎসক সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে এই দাবি করেন। তারপর থেকে চর্চায় রয়েছেন রাকুল। প্রকাশিত ভিডিওতে ওই ব্যক্তি নিজেকে প্লাস্টিক সার্জন পরিচয় দেন। তাতে রাকুলের পুরোনো ও সাম্প্রতিক ছবির তুলনা করেন। ভিডিওতে তিনি দাবি করেন-রাকুলের মুখের হাসির রেখা উধাও হয়ে গেছে। তার চোয়াল আরো -্পষ্ট করতে চিবুকে বোটঙ্ নিয়েছেন। তাছাড়া রাকুল তার নাকে সার্জারি করিয়েছেন বলেও দাবি করেন কথিত এই চিকিৎসক। চিকিৎসকের ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে অনলাইনে বিতর্ক চলছে। এ পরি-ি’তিতে নীরবতা ভেঙেছেন রাকুল। ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক পোস্টে রাকুল লেখেন, “প্রতারণা সতর্কতা: এ ধরনের মানুষ নিজেদের ডাক্তার বলে দাবি করছে এটা খুব ভয়ংকর। কোনো তথ্য যাচাই না করেই মন্তব্য করে মানুষকে বিভ্রান্ত করছে।” রাকুল তার ওজন কমিয়ে বর্তমান তৈরি করেছেন। এ বিষয়ে এই অভিনেত্রী বলেন, “একজন অভিনেত্রী হিসেবে প্রাচীন ও আধুনিক বিজ্ঞান বুঝি। মানুষ সার্জারি করালে আমার কোনো সমস্যা নেই। কিন‘ আরেকটি বিষয় হচ্ছে-ওজন কমানো; যা কঠোর পরিশ্রম থেকে আসা। কখনো কি সেই কথা শুনেছেন? এই ধরনের ‘চিকিৎসকদের’ কাছ থেকে সাবধান।” রাকুল প্রীত সিং অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দে দে পেয়ার দে টু’। অসম এই প্রেমের গল্পে অজয় দেবগনের বিপরীতে অভিনয় করেছেন। এটি পরিচালনা করেছেন অংশুল শর্মা। গত ১৪ নভেম্বর মুক্তি পায় সিনেমাটি। বর্তমানে হিন্দি ও তামিল ভাষার দুটো সিনেমার কাজ রাকুলের হাতে রয়েছে।


এই বিভাগের আরো খবর