রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:০৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সৌদিতে বিশেষ সম্মাননায় ভূষিত আলিয়া ভাট

প্রতিনিধি: / ১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

বিনোদন: সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ সম্মাননা পেলেন বলিউড তারকা আলিয়া ভাট। চলমান উৎসবের এক জমকালো গালা ডিনারে তাঁর হাতে তুলে দেওয়া হয় মর্যাদাপূর্ণ ‘গোল্ডেন গ্লোব হরাইজন’ অ্যাওয়ার্ড। বিশ্বজুড়ে সৃজনশীল প্রতিভা ও সাংস্কৃতিক প্রভাব বিস্তারকারী শিল্পীদের স্বীকৃতি দিতেই এই বিশেষ পুরস্কার প্রদান করা হয়। সম্মাননা পেয়ে আবেগ প্রকাশ করে আলিয়া ভাট বলেন, ‘গোল্ডেন গ্লোবস বিশ্বব্যাপী পুরস্কার বিতরণী জগতের একটি আইকনিক অংশ। এর সঙ্গে যুক্ত হতে পেরে আমি ভীষণ আনন্দিত। ক্ষমতাবান ও যোগ্য নারীদের গল্প বলার মাধ্যমে আমার ক্যারিয়ার আরও এগিয়ে নিতে চাই।’ আলিয়ার এই অর্জন উদযাপনে রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ আয়োজন করে তাঁর ক্যারিয়ারভিত্তিক একটি বিশেষ প্রদর্শনী। সেখানে ‘হাইওয়ে’, ‘ডিয়ার জিন্দেগি’, ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’, ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ও ‘ব্রহ্মাস্ত্র’-সহ তাঁর অভিনীত জনপ্রিয় চলচ্চিত্রগুলোর গুরুত্বপূর্ণ মুহূর্ত ও শিল্পীজীবনের যাত্রাপথ তুলে ধরা হয়। উৎসবের রেড কার্পেটেও আলিয়া ভাট ছিলেন আলোকচিত্রী ও দর্শকদের আগ্রহের কেন্দ্রে। তাঁর গ্ল্যামার, আভিজাত্যপূর্ণ উপস্থিতি পুরো আয়োজনকে আরও আকর্ষণীয় করে তোলে। জেদ্দায় আয়োজিত এই গালা ডিনারে বিশ্ব চলচ্চিত্রের বহু তারকার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অতিথিদের মধ্যে ছিলেন জুরি সভাপতি শন বেকার, জুরি সদস্য ওলগা কুরিলেঙ্কো, নাদিন লাবাকি, নাওমি হ্যারিস ও রিজ আহমেদ। পাশাপাশি উপস্থিত ছিলেন সিগোর্নি উইভার, শাইলিন উডলি, ইদ্রিস এলবা, সালমান খান, এডগার রামিরেজ ও হেনরি গোল্ডিংসহ আরও অনেক আন্তর্জাতিক তারকা। বিশ্লেষকদের মতে, রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এই সম্মাননা আলিয়া ভাটের বৈশ্বিক চলচ্চিত্র অঙ্গনে অবস্থানকে আরও সুদৃঢ় করল।


এই বিভাগের আরো খবর