বিপিএলের আসন্ন মৌসুমের জন্য ফ্র্যাঞ্চাইজি ফি এবং ব্যাংক গ্যারান্টি বাবদ বিসিবির সকল পাওনা পরিশোধ করেছে চট্টগ্রাম রয়্যালস। এই দলের টাকাপয়সা বাবদ নানা খবর নানা গণমাধ্যমে দেখা গেছে। তবে এবার প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি পরিষ্কার করেছে বিসিবি। বিপিএলের সব ফ্র্যাঞ্চাইজিকে ফ্র্যাঞ্চাইজি ফি বাবদ ২ কোটি টাকা এবং ব্যাংক গ্যারান্টি বাবদ ১০ কোটি টাকা দেওয়ার নিয়ম করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। নিলামের টেবিলে বসার আগে ২টি দল টাকা দেয়নি বলে জানিয়েছিলেন কাউন্সিলের সদস্য সচিব এবং বোর্ড পরিচালক ইফতেখার রহমান মিঠু। যদিও সেবার কোনো দলের নাম বলেননি তিনি। জানিয়েছিলেন, বাকি ৪ দল সব টাকা পরিশোধ করেছে। নানা গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওনা টাকার ব্যাপারে চট্টগ্রাম রয়্যালসের নাম এসেছিল। এবার প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে বিষয়টি পরিষ্কার করলো বিসিবি। নিজেদের বিবৃতিতে বিসিবি জানিয়েছে, ফ্র্যাঞ্চাইজি ফি বাবদ এবং ব্যাংক গ্যারান্টি বাবদ সকল আর্থিক পারিশ্রমিক পরিশোধ করেছে। বিষয়টি নিয়ে গণমাধ্যমের নানা রিপোর্ট বিসিবির নজরে এসেছে। এই ব্যাপারে সঠিক তথ্য প্রকাশ করার অনুরোধ জানিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। আগামী ২৬ ডিসেম্বর সিলেট পর্ব দিয়ে শুরু হচ্ছে বিপিএলের নতুন মৌসুম।