সর্বশেষ :
প্লাস্টিক সার্জারি নিয়ে কঠোর সমালোচনা করলেন কেট উইন্সলেট ট্রেলার মুক্তির আগেই শোরগোল সৃষ্টি করলো ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ রণবীরকে ‘নির্লজ্জ’ বললেন পীযূষ মিশ্র পাঁচ দিনেই ৩০৬ কোটির ঘরে ‘ধুরন্ধর’ নিজের হাতে মেয়েকে অ্যাকশন দৃশ্যের প্রশিক্ষণ দিচ্ছেন শাহরুখ খান সামাজিক যোগাযোগ মাধ্যমে কটাক্ষের শিকার শ্রাবন্তী বিএফডিসিতে কোনো সিন্ডিকেট থাকবে না: তথ্য উপদেষ্টা শাকিবের সিনেমা নিয়ে অভিযোগ করলেন অপু বিশ্বাস বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়  মোরেলগঞ্জে হরিসভা মন্দিরে  বিশেষ প্রার্থনা   বাগেরহাটে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে জনগোষ্ঠীর অধিকার এবং আমাদের করণীয় বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১১:০৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

রণবীরকে ‘নির্লজ্জ’ বললেন পীযূষ মিশ্র

প্রতিনিধি: / ০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

বিনোদন:বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেতা রণবীর কাপুর। কাপুর পরিবারের সন্তান হিসেবে তার কাঁধে সব সময় থাকে পূর্বপুরুষদের বিশাল ঐতিহ্যের ভার। তবে প্রবীণ অভিনেতা ও গায়ক পীযূষ মিশ্র মনে করেন, রণবীর সেই ভার বা উত্তরাধিকারের ১ শতাংশও বহন করেন না। সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীরকে নিয়ে কথা বলতে গিয়ে তাকে ‘নির্লজ্জ’ ও ‘বেপরোয়া’ বলে মন্তব্য করে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন এই অভিনেতা। জনপ্রিয় সংবাদমাধ্যম ‘দ্য লালনটপ’-কে দেওয়া ওই সাক্ষাৎকারে পীযূষ মিশ্র রণবীরের প্রশংসা করতেই গিয়েই কিছুটা অদ্ভুত শব্দচয়ন ব্যবহার করেন। তিনি রণবীরকে ‘হালকা’ এবং ‘স্বাধীন’ মানুষ হিসেবে আখ্যায়িত করেন। রণবীর প্রসঙ্গে পীযূষ মিশ্র বলেন, ‘আরে লোকটি আলাদা, তার বিষয়ে আর জানতে চাইবেন না। এতটা নির্লজ্জ, বেপরোয়া মানুষ আমি জীবনেও দেখিনি!’ কেন এমন মন্তব্য? তার ব্যাখ্যাও দিয়েছেন ‘গ্যাংস অব ওয়াসিপুর’ খ্যাত এই অভিনেতা। তিনি বলেন, ‘তার পরিবারে কত বড় বড় মানুষ! বাবা ঋষি কাপুর, মা নীতু কাপুর, দাদা রাজ কাপুর, এমনকি প্রপিতামহ পৃথ্বীরাজ কাপুর। কিন্তু তাদের কোনো কিছুই তাকে ভারী করেনি। ১ শতাংশও না।’ অর্থাৎ, পরিবারের বিশাল প্রত্যাশার বোঝা রণবীরকে ভারাক্রান্ত করতে পারে না, তিনি নিজের মতো করে স্বাধীনভাবে কাজ করেন। শুটিং সেটের অভিজ্ঞতা স্মরণ করে পীযূষ মিশ্র আরও জানান, কাজের সময় রণবীর অত্যন্ত মনোযোগী থাকেন। কিন্তু শুটিং শেষ হওয়ার পর মুহূর্তেই তিনি স্বতঃস্ফূর্ত ও রিল্যাঙ্ মুডে ফিরে যান। তার এই নির্ভার স্বভাবকেই ‘নির্লজ্জ’ বা ‘বেপরোয়া’ হিসেবে ইতিবাচক অর্থে তুলে ধরেছেন মিশ্র। সহকারী পরিচালক হিসেবে ক্যারিয়ার শুরু করা রণবীর ২০০৭ সালে ‘সাওয়ারিয়া’ দিয়ে অভিনয়ে আসেন। তার ঝুলিতে রয়েছে ‘বরফি’, ‘রকস্টার’, ‘সঞ্জু’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ এবং সবশেষ ব্লকবাস্টার ‘অ্যানিমেল’-এর মতো সিনেমা। বর্তমানে রণবীর কাপুরের পাখির চোখ নীতেশ তিওয়ারি পরিচালিত মহাকাব্যিক সিনেমা ‘রামায়ণ’। এতে তিনি রামের চরিত্রে অভিনয় করছেন এবং তার বিপরীতে সীতা রূপে থাকছেন সাই পল্লবী। জানা গেছে, এই সিনেমার জন্য ৭৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন রণবীর। ২০২৬ সালের দীপাবলিতে সিনেমাটির প্রথম পর্ব মুক্তির পরিকল্পনা রয়েছে।

 


এই বিভাগের আরো খবর